বাড়িতে-রাস্তায় মরে পড়ে প্রায় ৪০০ দেহ!৮৫ শতাংশই করোনার শিকার...বলিভিয়ায় হাহাকার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
১কোটি ১০লক্ষ মোট জনসংখ্যার দেশে ২২০০ মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে৷ যথেষ্ট উদ্বেগের এই পরিসংখ্যান৷
advertisement
1/5

▪️রাস্তা ও বাড়িতে ছড়িয়ে রয়েছে লাশের পাহাড়! মঙ্গলবার জানানো হয়েছে যে গত ৫দিন ধরে প্রায় ৪০০ দেহ উদ্ধার হয়েছে যার মধ্যে ৮৫ শতাংশই করোনা আক্রান্ত!
advertisement
2/5
▪️বলিভিয়ার অবস্থা অত্যন্ত শোচনীয়৷ কোচাব্যাম্বা থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৯১টি দেহ৷ ১৫ থেকে ২০ জুলাইয়ের এই ঘটনা৷ অন্যদিকে লা পাজ এলাকা থেকে একই সময় উদ্ধার হয়েছে ১৪১টি মৃতদেহ৷
advertisement
3/5
▪️বলিভিয়ার সব থেকে বড় শহর সান্টা ক্রুজে খোঁজ মিলেছে ৬৮টি দেহের৷ সেই দেহগুলিও পুলিশ উদ্ধার করেছে৷ এই শহরেই সব থেকে খারাপ প্রভাব পড়েছে করোনার৷ প্রায় ৬০হাজার মানুষ সংক্রমিত এই এলাকায়৷ যা দেশের মোট আক্রান্তের সংখ্যার অর্ধেক!
advertisement
4/5
▪️যে সব দেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে ৮৫ শতাংশই করোনা পজিটিভ বা তাদের করোনার উপসর্গ ছিল৷ তাই তারাও করোনায় আক্রান্ত ছিলেন বলে সন্দেহ৷ জানিয়েছেন পুলিশের ডিরেক্টর ইভান রোজাস৷ তবে অনেকে আবার মারা গিয়েছেন অন্য কারণেও৷ এমনই মত রোজাসের৷
advertisement
5/5
▪️কোচাব্যাম্বা ও লা পাজয় খুব তাড়াতাড়ি বাড়ছে করোনার সংক্রমণ৷ এপ্রিল ১ থেকে জুলাই ১৯-র মধ্যে হাসপাতালের বাইরে থেকে মিলেছে ৩হাজার দেহ মিলেছে যারা সকলে করোনা সংক্রমিত বা সক্রমিত বলে সন্দেহ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
বাড়িতে-রাস্তায় মরে পড়ে প্রায় ৪০০ দেহ!৮৫ শতাংশই করোনার শিকার...বলিভিয়ায় হাহাকার