Cyclone YAAS: ইয়াস মোকাবিলায় কতটা প্রস্তুত শহরের সরকারি হাসপাতাল? কীভাবে করোনা রোগীদের চিকিৎসা? জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
করোনা কালে রোগীদের যাতে কোনও রকম সমস্যা না হয় সেদিকে নজরে রেখে পরিস্থিতি মোকাবিলায় পুরোদমে প্রস্তুত হচ্ছে সব সরকারি হাসপাতালগুলি
advertisement
1/6

*করোনা কালে রোগীদের যাতে কোনও রকম সমস্যা না হয় সেদিকে নজরে রেখে পরিস্থিতি মোকাবিলায় পুরোদমে প্রস্তুত হচ্ছে সব সরকারি হাসপাতালগুলিও। ফাইল ছবি।
advertisement
2/6
*পরিস্থিতি মোকাবিলায় পিডব্লুডি, সিইএসসি ও পিএইচই-এর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ব্যবস্থা করা হয়েছে জেনারেটরের। মজুত করা হয়েছে তিনদিনের অক্সিজেন সিলিন্ডার, প্রয়োজনীয় ওষুধ। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বর, কোভিড ওয়ার্ড চত্বর, ফার্মাসিতে জমা জলের সমস্যা মোকাবিলায় থাকছে পাম্প। ফাইল ছবি।
advertisement
3/6
*এমআর বাঙুরেও ২টি অক্সিজেন ট্যাঙ্কার মজুত করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে ডিজি জেনারেটরের জন্য ডিজেল মজুত করা হয়েছে। অক্সিজেনের গাড়ি ঢুকতে যাতে কোনওরকম অসুবিধা না হয় সে কারণে পুলিশের সঙ্গে গাড়ির রুটম্যাপ শেয়ার করবে হাসপাতাল। ফাইল ছবি।
advertisement
4/6
*ঝড়ের কারণে গাছ পড়ে কিংবা জমা জলে যাতে অক্সিজেনের গাড়ি না আটকে পড়ে সেদিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ঘূর্ণিঝড়ের আগে ও পরে হাসপাতালেই থাকবেন পিডব্লুডি সিভিল ইলেকট্রিক্যাল বিভাগের কর্মীরা। ফাইল ছবি।
advertisement
5/6
*এনআরএসে কোভিড ওয়ার্ডে লোডশেডিং মোকাবিলায় জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে হাসপাতাল চত্বরে থাকা অস্থায়ী পরিকাঠামো সরানো হচ্ছে। ফাইল ছবি।
advertisement
6/6
*এসএসকেএম হাসপাতালে সমস্ত অস্থায়ী পরিকাঠামো সরিয়ে ফেলা হয়েছে টিকাকরণ কেন্দ্রের সামনে যে বাসের কাঠামো ছিল তা খুলে ফেলা হয়েছে। অক্সিজেন সিলিন্ডার বেশি করে মজুত রাখা হয়েছে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Cyclone YAAS: ইয়াস মোকাবিলায় কতটা প্রস্তুত শহরের সরকারি হাসপাতাল? কীভাবে করোনা রোগীদের চিকিৎসা? জানুন...