Oxygen Backup for YAAS: করোনা ত্রস্ত রাজ্যে ধেয়ে আসছে YAAS! জেলায় জেলায় অক্সিজেন নিয়ে যা নির্দেশ নবান্নের...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
নবান্নের তরফে ইতিমধ্যেই কলকাতা পুরসভার পুর কমিশনার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন ব্যাক-আপ রাখার জন্য।
advertisement
1/7

*সাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। মঙ্গলবারের পরেই সর্বশক্তি নিয়ে তার দীঘা বা পারাদ্বীপ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। ফলে ছরম দুর্ভোগ যে রাজ্যের মানুষের দিকে এগিয়ে আসছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এমতাবস্থায় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*সাইক্লোন 'যশ' আছড়ে পড়ার পরে তা কতটা ধ্বংসলীলা চালাবে, কততা শক্তিতেই বা আছড়ে পড়বে? তার প্রভাব স্বাস্থ্য ব্যবস্থায় পড়তে পারে কিনা, তা নিয়ে চিন্তায় প্রশাসন। তাই ঘূর্ণিঝড়ের ভয়াবহতাকে মাথায় রেখে দু'দিনের অক্সিজেন ব্যাক-আপ রাখার নির্দেশ প্রশাসনের। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*নবান্নের তরফে ইতিমধ্যেই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন ব্যাক-আপ রাখার জন্য। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*মূলত রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই হাসপাতালগুলিতে গুরুত্বপূর্ণ ওষুধ এবং দু-দিনের অক্সিজেন মজুত রাখতে বলা হল। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*পাশাপাশি, যে সমস্ত জেলায় 'যশ' বেশি আঘাত হানার সম্ভাবনা, কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেই সমস্ত জেলার কোভিড হাসপাতালগুলি যাতে খালি করা যায়, সে বিষয়েও জরুরিভিত্তিতে বৈঠক করতে বলা হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*সাইক্লোনের জেরে যদি রাজ্যের হাসপাতালগুলিতে কোনওরকম সংকটকালীন পরিস্থিতি তৈরি হলে অর্থাৎ বিদ্যুৎহীন হয়ে পড়লে বা পানীয় জলের সমস্যা হলে বা অন্যান্য সমস্যা যদি কোনওভাবে তৈরি হয়, সেক্ষেত্রে তার বিকল্প প্ল্যান তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*দ্বীপ অঞ্চলগুলিতে আজকের মধ্যেই সমস্ত ত্রাণ যাতে পৌঁছে যায় সেই বিষয় তদারকি করতে নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Oxygen Backup for YAAS: করোনা ত্রস্ত রাজ্যে ধেয়ে আসছে YAAS! জেলায় জেলায় অক্সিজেন নিয়ে যা নির্দেশ নবান্নের...