করোনার চেয়েও ভয়াবহ মারণ আঘাত হানবে! পোলট্রির চিকেন থেকে সাবধান! সতর্কতা জারি বিজ্ঞানীদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাস সংক্রমণে নাজেহাল দুনিয়া, এবার কী ভয় দেখাচ্ছে প্রিয় খাদ্য ‘চিকেন’
advertisement
1/6

করোনা ভাইরাস সংক্রমণ নিয়েই নাভিঃশ্বাস তার মধ্যেই আরও এক মারণ ভাইরাস আক্রণের আতঙ্কের কথা শোনালেন বিজ্ঞানীরা ৷ পোলট্রিতে যে মুরগীদের থেকে পালন হয়ে এই ভাইরাস সেখান থেকে ছড়াবে এবং এর জেরে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা শেষ হয়ে যাবে ৷Photo- Represntive
advertisement
2/6
মার্কিন নিউট্রিশানিস্ট ডক্টর মাইকেল গ্রেগার জানিয়েছেন পোলট্রির থেকে যে ভাইরাস ছড়াবে তা করোনা ভাইরাসের থেকেও মানবজাতির কাছে ভয়ের হবে ৷ বিজ্ঞানীদের ধারণা প্রাথমিকভাবে কোভিড ১৯ বাদুড়দের থেকে ছড়িয়েছে ৷ যারা জেরে এখনও অবধি সারা পৃথিবীতে ৩৬৪,০০০ জন মারা গেছেন ৷ সারা পৃথিবীতে এই নতুন ধরণের ফ্লু মারণ সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷Photo- Collected
advertisement
3/6
ডক্টর গ্রেগার নিজের নতুন বই ‘How To Survive A Pandemic’ -এ জানিয়েছেন যেখানে প্রচুর পরিমাণ চিকেন পোলট্রিতে পালন করা হয় তার থেকে যে ভীতি আসবে তা আরও মারাত্মক হবে ৷ তিনি জানিয়েছেন নয়া যে অতিমারী আসছে তা আমিষাশীদের জন্য ভয়ঙ্কর ভবিষ্যত নিয়ে আসছে ৷Photo- File
advertisement
4/6
নিজের লেখায় তিনি বলেছেন, ‘যেভাবে ভাইরাস সংক্রমণ ঘটছে এক মানুষ থেকে অন্য মানুষে তাতে যদি এটা হয় নয় কখন এটা হবে এটাই প্রশ্ন ৷ ’ পাখিদের থেকে যে সংক্রমণ ছড়ায় তা খুব কম সময়েই মানুষদের প্রভাব ফেলে ৷ হংকংয়ে ১৯৯৭ সালে যেমন হয়েছিল H5N1৷ যদিও সে সময় ১৩ লক্ষ মুরগীকে মেরে ফেলা হয়ে ছিল ৷ এটা কখনই পুরোপুরি নিরাময় হয়নি যে কোনও মুহূর্তে সেটা আবার ফিরে আসতে পারে ৷Photo- File
advertisement
5/6
ডক্টর গ্রেগার জানিয়েছেন চিকেনদের পোলট্রিতে যেভাবে পালন করা হয় তা খুবই অস্বাস্থ্যকর, আর সেটা একটু ঠিক ভাবে করা হলে এই মারণ সংক্রমণ ঠেকানো যাবে ৷
advertisement
6/6
তাঁর মতে যেভাবে ছোট জায়গার মধ্যে মুরগীদের রাখা হয় তাতে নিজেদের ডানাগুলোও নাড়াতে পারে না ৷ পাশাপাশি নিজেদের থেকে যে জিনিস শরীর থেকে বেরোয় তাতে অ্যামোনিয়া লেভেল বাড়িয়ে সংক্রমণের সুযোগ আরও বাড়িয়ে দেয় ৷Photo- Represntive
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
করোনার চেয়েও ভয়াবহ মারণ আঘাত হানবে! পোলট্রির চিকেন থেকে সাবধান! সতর্কতা জারি বিজ্ঞানীদের