Gourav-Ridhima Covid Positive: মা-দিদার মৃত্যুতে বিপর্যস্ত, করোনা আক্রান্ত গৌরব-ঋদ্ধিমা, আক্রান্ত পরিবারের আরও ১
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
করোনা আক্রান্ত অভিনেতা গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। মারণ ভাইরাসে আক্রান্ত আক্রান্ত নায়িকার বাবাও।
advertisement
1/8

*সদ্য করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের মা রিমা ঘোষ। তার সপ্তাহ ঘোরার আগেই গৌরব এবং অর্জুন চক্রবর্তী হারালেন দিদা অর্থাৎ মিঠু চক্রবর্তীর মাকে। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনিও। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/8
*করোনা কড়াল থাবা বসিয়েছে ঋদ্ধিমা ঘোষের বাবার শরীরেও। অক্সিজেনের মাত্রা কম-বেশি ওঠানামা করছিল তাঁর শরীরে। কিছু দিন আগে পর্যন্তও আশঙ্কাজন অবস্থায় ছিলেন তিনি। তবে দুশ্চিন্তা কিছুটা হলেও কেটেছে। আপাতত কিছুটা হলেও স্থিতিশীল তাঁর শারীরিক অবস্থা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/8
*কিন্তু এ বার করোনা আক্রান্ত হয়ে পড়েছেন খোদ গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে গৌরব জানিয়েছেন সেই খবর। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/8
*গৌরব লিখেছেন ‘যখনই ভাবলাম যে সামলে উঠেছি, তখনই জানতে পারলাম আমি আর ঋদ্ধিমা দু’জনেই করোনা পজিটিভ’। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*এ দিকে, সদ্য করোনা থেকে সেরে উঠেছেন সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী। তবে পরিবারের অন্যান্যরা সুস্থ রয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তীও। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/8
*প্রিয়জনকে হারানোর ব্যথায় কাতর গৌরবও। রবিবার গৌরব জানান, শনিবার সকালে দিদা করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। নয়া দিল্লিতে থাকতেন তিনি। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
7/8
*পোস্টের শেষে অনুরাগীদের উদ্দেশ্য় করে গৌরব লিখলেন ‘এই পোস্টটা করছি কারণ, আমি বার্তা দিতে চাই আপনারা একা নন। কঠিন এই পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে আছি’। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*গৌরব এবং ঋদ্ধিমা আপাতত বাড়িতেই রয়েছেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত দু'জনেই। তাঁদের পাশে এই খারাপ সময়ে জারা ছিলেন তাঁদের ধন্যবাদ জানিয়ে অভিনেতা লিখেছেন, 'একদিন ঝড় থেমে যাবে’। ছবিঃ ইনস্টাগ্রাম।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Gourav-Ridhima Covid Positive: মা-দিদার মৃত্যুতে বিপর্যস্ত, করোনা আক্রান্ত গৌরব-ঋদ্ধিমা, আক্রান্ত পরিবারের আরও ১