Covid-19 and Diabetes: করোনামুক্তদের শরীরে অস্বাভাবিক হারে বাড়ছে ডায়াবিটিস, চাঞ্চল্যকর গবেষণা AIIMS-এর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এ বছরের করোনাভাইরাসের (Covid-19) দ্বিতীয় ঢেউয়ে যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে বেশিরভাগের শরীরেই ব্লাড সুগারের অর্থাৎ রক্তে শর্করার (Diabetes) পরিমাণ ভয়াবহ হারে বাড়ছে।
advertisement
1/6

করোনাভাইরাসের (Covid-19) চরিত্র নিয়ে নানা ধরনের গবেষণা চলছেই। সম্প্রতি এইমস (AIIMS) পটনার একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ বছরের করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে বেশিরভাগের শরীরেই ব্লাড সুগারের অর্থাৎ রক্তে শর্করার (Diabetes) পরিমাণ ভয়াবহ হারে বাড়ছে।
advertisement
2/6
প্রায় ৩০০০ মানুষকে ফোন করে এই গবেষণা চালিয়েছে এইমস পটনার গবেষকরা। কোভিডমুক্ত হওয়ার পর থেকে শরীরে কী কী সমস্যা রয়েছে, তা জানার জন্যই এই গবেষণা চালানো হয়েছিল। সেখানেই বেশিরভাগ রোগীর মুখে শোনা গিয়েছে, আচমকাই ডায়াবিটিসে আক্রান্ত হয়ে পড়ার কথা।
advertisement
3/6
পোস্ট ট্রমা বিভাগের প্রধান ডক্টর অনিল কুমারের কথায়, এই সমীক্ষায় মোটা হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া, শরীরে ব্যথার মতো নানা ধরনের উপসর্গের কথা জানা গিয়েছে। তবে বেশিরভাগের কাছে জানা গিয়েছে, অস্বাভাবিক হারে শরীরে রক্তের শর্করা বেড়ে যাওয়ার কথা। সে কারণে সমীক্ষা চালানোর সময়ই ভুক্তভোগীদের নানা উপদেশ দিয়েছেন চিকিৎসকেরা।
advertisement
4/6
৩০০০ করোনামুক্তের মধ্যে ৪৮০ জন অর্থাৎ প্রায় ১৬ শতাংশের দাবি, তাঁদের শরীরে ডায়াবিটিস আচমকাই বেড়ে গিয়েছে। কোভিড-১৯ থেকে সেরে ওঠার পরই এটা হয়েছে। ৮৪০ জন বা প্রায় ২৮ শতাংশ বলেছেন, করোনা থেকে সুস্থ হওয়ার পরও তাঁরা খুবই দুর্বল।
advertisement
5/6
করোনামুক্তদের মধ্যে ৪৭৪ জন অর্থাৎ ১৫.৮ শতাংশের কাশি রয়ে গিয়েছে। ১৫০ জন বা প্রায় ৫ শতাংশের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। ২১০ বা ৭ শতাংশের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। ৫ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়েছে। এছাড়াও ৪ শতাংশ বা ১২০ জনের উৎকণ্ঠা ও উদ্বেগ রয়েছে।
advertisement
6/6
চিকিৎসকেরা এই উপসর্গগুলিতে দীর্ঘ করোনা বলেই উল্লেখ করেছেন। অর্থাৎ ভাইরাস মরে যাওয়ার পরও শরীরে নানা উপসর্গ রয়ে গিয়েছে, যা করোনা আক্রান্ত হওয়ারই সামিল।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Covid-19 and Diabetes: করোনামুক্তদের শরীরে অস্বাভাবিক হারে বাড়ছে ডায়াবিটিস, চাঞ্চল্যকর গবেষণা AIIMS-এর