TRENDING:

করোনা যুদ্ধে বয়স কোনও বাধা নয়! প্রমাণ করলেন অটল বিহারী বাজপেয়ীর স্নেহধন্য ৯৩ বছরের বিমল রায়

Last Updated:
advertisement
1/6
করোনা যুদ্ধে বয়স কোনও বাধা নয়! প্রমাণ করলেন অটল বিহারী বাজপেয়ীর স্নেহধন্য ৯৩ বছরের বিমল রায়
*ছোট থেকেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বা আরএসএস-এর সঙ্গে যুক্ত। ১৯৮১ সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে বিজেপিতে যোগদান। কলকাতায় বিজেপির সংগঠন মজবুত করার জন্য অটল বিহারী বাজপেয়ী নিজে বিমল রায়কে দায়িত্ব দেন কলকাতায় বিজেপি রাজ্য দফতর দেখভাল করার। সেই শুরু। তারপর থেকে বাড়ি উল্টোডাঙায় হলেও হলেও অবিবাহিত বিমল রায়ের ঠিকানা ছিল সেন্ট্রাল এভিনিউয়ের পাশে মুরলীধর সেন লেন, বিজেপি রাজ্য দফতর।
advertisement
2/6
*ঝড় জল বৃষ্টি কোন কিছু কাবু করতে পারেনি বিমল রায়কে। এমনকি লক ডাউনের   সময়ও বিজেপি পার্টি অফিসে যাওয়া বাদ দেননি বিমল রায়।
advertisement
3/6
*গত ২ জুলাই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ৯৩ বছরের বৃদ্ধ বিমল রায়। সোডিয়াম পটাশিয়ামের মাত্রা অনেকটাই কমে যাওয়ায় তাকে ভর্তি করা হয় মধ্য কলকাতার বিশুদ্ধানন্দ সরস্বতী হাসপাতালে। চূড়ান্ত শ্বাসকষ্ট শুরু হওয়ায় তার করোনা পরীক্ষা করা হয়। ৯ জুলাই করোনা রিপোর্ট পজিটিভ আসে।
advertisement
4/6
*১০ জুলাই তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই ১৫ দিনের অসম লড়াইয়ে করোনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে রবিবার বাড়ি ফিরলেন চির নবীন বিমল রায়।
advertisement
5/6
*করোনা আক্রান্ত হয়ে মেডিকেল কলেজে ভর্তি থাকার সময় বেড়ে শুয়ে থাকতে মন চাইত না। এক ছুটে বেরিয়ে পাশেই বিজেপির রাজ্য দফতরেযাওয়ার জন্য মন কাঁদত। তবুও আজীবন সংঘের আদর্শে অনুপ্রাণিত, চূড়ান্ত শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠা বিমল রায় মন শক্ত করে চিকিৎসকের সমস্ত বলে দেওয়া নিয়ম মেনে করোনাকে জয় করলেন।
advertisement
6/6
*বাড়ি ফিরে যাবার আগে বিমল রায়ের একটাই কথা, 'ভয় পেয়ে কোনও লাভ নেই।  করোনা এমন কিছু ভয়ের ব্যাপার নয়। সাধারণ সতর্কবার্তা মানলেই এই রোগকে জয় করা অসম্ভব কিছু নয়।'
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
করোনা যুদ্ধে বয়স কোনও বাধা নয়! প্রমাণ করলেন অটল বিহারী বাজপেয়ীর স্নেহধন্য ৯৩ বছরের বিমল রায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল