TRENDING:

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর! শুধুই DA নয়, ৭ দফার দাবিও পূরণের সম্ভাবনা!

Last Updated:
একসঙ্গে অনেকগুলি ভাল খবর আসতে পারে কেন্দ্রীয় সরকারি (Narendra Modi Government Employees, in recomandation of 7th Pay Commission) কর্মীদের ঘরে
advertisement
1/7
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর! শুধুই DA নয়, ৭ দফার দাবিও পূরণ!
জুলাই ২০২১ (July, 2021) কেন্দ্রীয় সরকারি (Employees of Narendra Modi Government)কর্মীদের DA বাড়তে চলেছে ৷ লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীরা, অবসরপ্রাপ্ত কর্মীর অপেক্ষায় আছেন বেতন বাড়ার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্যই ন্যাশন্যাল কাউন্সিল অফ জেসিএম এইবার ডিএ বেড়ে ২৮ শতাংশ হওয়ার কথা আছে ৷ মে ২০২১-তেই বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু বৈঠক ২৬ জুন ২০২১-এ হয় অর্থাৎ আজই হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
বৈঠকে যে যে বিষয়গুলি উত্থাপিত হওয়ার কথা ছিল ৷ যে যে কেন্দ্রীয় সরকারি (Central Government Employees) কর্মী সিজিএইচের বাইরে তাঁদের জন্য স্বাস্থ্যবিমা চালু হওয়াটা জরুরি ৷ যে যে শহরে সিজিএইচএস এর সুবিধা নেই সেখানে পেনশনভোগীদের রিইমবার্সমেন্ট বা খরচ করে সেই টাকা পরে দাবি করা (reimbursed) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
এমন বিশেষ সুবিধা থাকতে হবে যেখানে হাসপাতালে রিইমবার্সমেন্টের সুবিধা থাকবে, কর্মীদের বিধবা স্ত্রীদের ভাতা দেওয়া উচিৎ, কর্মীদের মেডিক্যাল অগ্রিমের সুবিধা থাকতে হবে, ২০০৪ সালের পরে কাজে যোগ দেওয়া কর্মীদের জেনালেন প্রভিডেন্ট ফান্ড দেওয়াটা জরুরি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
গ্রুপ বিমা প্রকল্পে নতুন করে ভাবনা চিন্তা করা উচিৎ ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ ডিএ পেয়ে থাকেন তিন কিস্তিতে ডিএ বৃদ্ধি হলে পাবেন ২৮ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
জানুয়ারি ২০২০ (January 2020) থেকে জুন ২০২০ (June 2020), ৪ শতাংশ ডিএ, জুলাই ২০২০ (July 2020) থেকে ডিসেম্বর ২০২০ (December 2020), ৩ শতাংশ, জানুয়ারি ২০২১ (January 2021) থেকে জুন ২০২১ (June 2021), ৪ শতাংশ মোটি ১১ শতাংশ বর্ধিত, বর্তমানে ১৭ শতাংশ সব মিলিয়ে ২৮ শতাংশ ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
২০২০ সালে করোনার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ফ্রিজ করেছিল সরকার ৷ ফলত সেই ডিএ এরিয়ার হিসাবে পাওয়ার অপেক্ষায় কর্মীরা ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর! শুধুই DA নয়, ৭ দফার দাবিও পূরণের সম্ভাবনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল