TRENDING:

7th Pay Commission: আজই আসছে খুশির খবর ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য! অ্যাকাউন্টে তিন কিস্তির DA!

Last Updated:
গত বছর থেকে করোনা ভাইরাস সংক্রমণের জন্য ডিএ ফ্রিজ করা হয়েছিল
advertisement
1/9
আজই আসছে খুশির খবর ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য! অ্যাকাউন্টে DA!
আজ অর্থাৎ ২৬ জুন ২০২১ নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government Employees) কর্মীদের অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বড় খবর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
আজ কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতিনিধিত্ব করবে National Council of JCM কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
কেন্দ্রীয় সরাকারি কর্মীদের জন্য জানুয়ারি ২০২০ থেকে জানুয়ারি ২০২১পর্যন্ত তিনটি কিস্তিতে (Dearness allowance) DA, নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে তিনটি কিস্তিতে ১৮ মাসের এরিয়ার দেওয়ার কথা ৷ একই সঙ্গে বর্ধিত DA সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ঘোষণা করা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
আজ অর্থাৎ শনিবার National Council of JCM, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং (DoPT) আধিকারিক ও অর্থমন্ত্রকের সঙ্গে বৈঠক আগামিকাল হবে ৷ এই বৈঠকই মে মাসের ৮ তারিখ হওয়ার কথা ছিল ৷ করোনার সংক্রমণের বাড় বাড়ন্তের ফলেই পিছিয়েছে বৈঠকটি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
National Council of JCM-এর শিব গোপাল মিশ্রের মতে লেবেল ১ কর্মচারীদের ডিএ এরিয়ার ১১,৮০০ টাকা থেকে ৩৭,৫৫৪ হয় ৷ লেবেল-১৩ কর্মীদের 7th Pay Commission-এর অন্তগর্ত পে স্কেল ১ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা ছেতে ২ লক্ষ ১৫ হাজার ৯০০ টাকা বা লেবেল-১৪ (পেস্কেলের ক্যালকুলেশন) বা গণনা করা হলে DA এর এরিয়ার ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
DA গণনার ক্ষেত্রে যাঁদারে ন্যূনতম গ্রেপে ১,৮০০ টাকা (লেবেল ১ বেসিক পে-স্কেল ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা) কে ৪,৩২০ টাকা [{১৮,০০০ এক ৩ শতাংশ}x৬] পাওয়া যাবে ৷ সেখানে [{৫৬,৯০৩ টাকার ৩ শতাংশ}x৬] ১০,২৪২ টাকা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
জানুয়ারি ২০২১ থেকে জুলাই ২০২১-এর DA গণনা করলে ৪,৩২০ টাকা [{১৮,০০০ টাকার ৪ শতাংশ}x৬] হবে ৷ সেক্ষেত্রে[{₹৫৬,৯০০ টাকার ৪ শতাংশ}x৬] অর্থাৎ ১৩,৬৫৬ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
যে সমস্ত কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা তাঁরা ১১,৮৮০ টাকা ডিএ পাবেন (৪,৩২০+৩,২৪০+৪,৩২০) দেওয়া হবে ৷ এর সঙ্গে ১৫ শতাংশ বাড়তি ডিএ-ও দেওয়া হবে ৷ এমন হলে বেতনের বেতনের সঙ্গে প্রতিমাসে ২,৭০০ টাকা বাড়তি ভাবে যুক্ত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
বর্ধিত DA মিলে মোট ২৮ শতাংশ পাবেন কর্মীরা ৷ করোনা সংক্রমণে ফলে ২০২০ সালে ডিএ ফ্রিজ করে দেওয়া হয়েছিল ৷ জানুয়ারি ২০২০ সালে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল, জুন ২০২০ থেকে ৩ শতাংশ তারপরে জানুয়ারি ২০২১ ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১৭ শতাংশ, সব মিলিয়ে (৪+৩+৪)=১১ শতাংশ বাড়ছে অর্থাৎ সব মিলিয়ে ২৮ শতাংশ ডিএ হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
7th Pay Commission: আজই আসছে খুশির খবর ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য! অ্যাকাউন্টে তিন কিস্তির DA!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল