শুধু জুলাই মাসেই কাজ হারিয়েছেন দেশের ৫০ লক্ষ বেতনভূক কর্মী, দাবি সিএমআইই রিপোর্টে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সিএমআইই সতর্ক করে বলেছে, বেতনের ভিত্তিতে হওয়া কাজ যেমন হারানোর ভয় কম, তেমন একবার তা চলে গেলে ফের জোগাড় করাও কঠিন৷
advertisement
1/6

টানা লকডাউন শেষ করে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড৷ কিন্তু এখনও করোনা অতিমারির ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ৷ যার প্রভাব টের পাচ্ছেন চাকরিজীবী ও বেতনভূক মানুষ৷ সিএমআইই-এর তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই কাজ হারিয়েছেন দেশের ৫০ লক্ষ বেতনভূক মানুষের৷
advertisement
2/6
এর ফলে গত এপ্রিল মাস থেকে ধরলে দেশের প্রায় ১ কোটি ৮৯ লক্ষ বেতনভূক কর্মী কাজ হারালেন৷ Centre for Monitoring Indian Economy (CMIE) সতর্ক করে বলেছে, এই বিপুল সংখ্যক বেতনভূক মানুষের কর্মহীন হয়ে পড়া অর্থনীতির পক্ষে মোটেই শুভ লক্ষণ নয়৷
advertisement
3/6
সিএমআইই-এর তথ্য অনুযায়ী, শুধু এপ্রিল মাসেই প্রায় ১৮ কোটি বেতনভূক মানুষ কর্মহীন হন৷ পরবর্তী মাসগুলিতে সেই সংখ্যা ধাপে ধাপে কমলেও এখনও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক৷
advertisement
4/6
পরিসংখ্যান অনুযায়ী, দেশের সমস্ত ধরনের কর্মসংস্থানের মধ্যে মাত্র ২১ শতাংশই মাসিক বেতনের ভিত্তিতে হয়৷ অর্থনৈতিক মন্দার সময়ে সাধারণত বেতনভূক মানুষই তুলনামূলক ভাবে নিরাপদে থাকেন৷ দেখা গিয়েছে, এপ্রিল মাসে যত মানুষ কর্মহীন হয়েছেন তাঁদের মধ্যে মাত্র ১৫ শতাংশ বেতনভূক কর্মী৷
advertisement
5/6
সিএমআইই সতর্ক করে বলেছে, বেতনের ভিত্তিতে হওয়া কাজ যেমন হারানোর ভয় কম, তেমন একবার তা চলে গেলে ফের জোগাড় করাও কঠিন৷ ফলে কাজ হারানো বেতনভূক কর্মীদের সংখ্যা বিপুল হারে বৃদ্ধি পাওয়াটা অশুভ ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে৷
advertisement
6/6
সিএমআইই-এর প্রাথমিক অনুমান ছিল, সব ধরনের পেশা মিলিয়ে এপ্রিল মাসে সবমিলিয়ে সাড়ে ১২ কোটি মানুষ কর্মহীন হবেন৷ মে মাসে সেই সংখ্যাটা নেমে হয় ১০ কোটির সামান্য বেশি৷ জুন এবং জুলাই মাসে যথাক্রমে ৩ কোটি এবং ১ কোটির কিছু বেশি মানুষ কাজ হারাতে পারেন বলে পূর্বাভাস দিয়েছিল সিএমআই৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
শুধু জুলাই মাসেই কাজ হারিয়েছেন দেশের ৫০ লক্ষ বেতনভূক কর্মী, দাবি সিএমআইই রিপোর্টে