27 September Covid data highlight| ১৯ রাজ্য়ে কোভিড-মৃত্যু শূন্য! স্বস্তির মধ্যে গলার কাঁটা শুধুই কেরল
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
27 September Covid data highlight| কেরলে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১৬৫ জনের।
advertisement
1/5

ভারতে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। স্বস্তির খবর খবর আজ সক্রিয় রোগীর সংখ্যা গত ১৯১ দিনের সর্বনিম্ন। ভারতে করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৬২০।
advertisement
2/5
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনা রোগীর আরোগ্যের হার এই মুহূর্তে ৯৭.৭৮ শতাংশ।
advertisement
3/5
শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬২১ জন করোনা রোগী সব মিলিয়ে আজ পর্যন্ত ৩ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৯৭২ জন করোনা রোগী ভালো হয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত ৫৬ কোটি ৪৪ লক্ষ মানুষের ককোনা টেস্ট হয়েছে।
advertisement
4/5
আজ পর্যন্ত ৮৬ কোটির বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে যত করোনা রোগীর রয়েছেন, তাদের ১ শতাংশেরও কমের শরীরের রোগ সক্রিয়ভাবে রয়েছে।
advertisement
5/5
এই নিয়ে তৃতীয় দিন, দেশে কোভিডে মৃত্যু ৩০০-র কম। ১৯টি রাজ্যে কোনও মৃত্যু হয়নি। তবে কেরালায় নতুন করে মাথাচারা দিচ্ছে কোভিড। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১৬৫ জনের।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
27 September Covid data highlight| ১৯ রাজ্য়ে কোভিড-মৃত্যু শূন্য! স্বস্তির মধ্যে গলার কাঁটা শুধুই কেরল