আপনার বাচ্চা হাত ধুচ্ছে তো? নোংরা হাতে খেয়ে বছরে মৃত্যু হচ্ছে ১৪ লক্ষ শিশুর
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
দেশের প্রায় ৩২ শতাংশ স্কুলে পানীয় জলের পরিমাণ মতো সরবরাহই নেই।
advertisement
1/6

ইউনিসেফের সাম্প্রতিক সমীক্ষা পিলে চমকে দিতে পারে আপনার। ইউনিসেফের এক সমীক্ষা বলছে নোংরা হাতের কারণেই প্রতিবছর পাঁচ বছরের নীচের ১৪ লক্ষ শিশুর মৃত্যু হয়।
advertisement
2/6
কিন্তু কী ভাবে পরিচ্ছন্ন থাকবে শিশু? যে স্কুলে তার দিনের অনেকটা সময় কাটে সেখানকার পরিবেশ কেমন, কেমন ওয়াটার স্যানিটেশান, হাইজিন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং ইউনিসেফের সাম্প্রতিক যৌথ সমীক্ষায় দেখা যাচ্ছে দেশের প্রায় ৩২ শতাংশ স্কুলে পানীয় জলের পরিমাণ মতো সরবরাহই নেই।
advertisement
3/6
অথচ টয়লেটের আগে ও পরে, খাবার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া প্রায় বাধ্যতামূলক। এটুকু মানতে পারলে ডায়েরিয়ার আশঙ্কা কমে চল্লিশ শতাংশ। কমে যায় অন্য নানা সংক্রমণের সম্ভাবনা।
advertisement
4/6
ওই সমীক্ষাটি দেখাচ্ছে, বিশ্বের ৪৩ শতাংশ স্কুলে ৮২ কোটি বাচ্চা সাবান-জলে হাত ধোয়ার সুযোগই পায় না।
advertisement
5/6
বিশ্বের ষাটটি দেশে প্রতি চারটি শিশুর একজনের স্বাস্থ্য বিপন্ন এই অপরিচ্ছন্নতার কারণেই।
advertisement
6/6
তবে আশার কথা মিড-ডে মিল খাওয়ার আগে হাত ধোয়া বাধ্যতামূলক হওয়ায় ধীরে ধীরে দেশের বহু শিশুর মধ্যেই খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যেস গড়ে উঠছে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
আপনার বাচ্চা হাত ধুচ্ছে তো? নোংরা হাতে খেয়ে বছরে মৃত্যু হচ্ছে ১৪ লক্ষ শিশুর