COVID19 Vaccination: ভ্যাকসিন নিতে আজই সরাসরি নিজের নাম নথিভুক্ত করুন, রইল বিস্তারিত তথ্য
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সোমবার সকাল ৯ থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া৷ স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির যোদ্ধাদের পাশাপাশি এবার সাধারণ মানুষও করোনা ভ্যাকসিন পেতে শুরু করবেন৷
advertisement
1/7

•করোনার বিরুদ্ধে একযোগে লড়াই ও নিজেকে সুরক্ষিত রাখতে এবার টিকাকরণ আরও সহজ হল সাধারণ মানুষের কাছে৷ সরাসরি Co-WIN2.0 অ্যাপে নাম লিখিয়ে ভ্যাকসিন পাবেন তাঁরা৷ নির্দিষ্ট বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী একে একে ভ্যাকসিন ডোজ পাবেন তাঁরা৷ এর জন্য নাম নথিভুক্ত করতে হবে কোউইন ২.০ বা আরোগ্য সেতুর মাধ্যমে৷
advertisement
2/7
•কবে থেকে শুরু হবে নথিভুক্তিকরণের কাজ? সোমবার, ১ মার্চ সকাল ৯ থেকে এই সুবিধা মিলবে৷ ষাটোর্দ্ধরা নিজের নাম লেখাতে পারবেন এবং বা ৪৫ থেকে ৫৯ বয়সি, যাদের অন্য কোনা রোগ রয়েছে, তারাও এই সুযোগ পাবেন৷
advertisement
3/7
•দিনের এক নির্দিষ্ট সময় ধার্য করা হয়েছে নাম নথিভুক্তির জন্য৷ সকাল ৯ থেকে দুপুর ৩টের মধ্যে নাম লিখতে হবে৷ যে দিন প্রথম টিকা পাওয়ার দিন ধার্য হবে, তার ২৯ দিন পরই থাকবে দ্বিতীয় টিকা পাওয়ার দিন৷ তবে কেউ যদি প্রথম টিকাটি না নেন, তাহলে তাঁর দ্বিতীয় টিকা নেওয়ার দিনও বাতিল হবে৷
advertisement
4/7
•অ্যাপ ছাড়াও টিকাকরণ কেন্দ্রে গিয়ে নিজের নাম লেখানোরও সুযোগ থাকছে৷ তবে এর জন্য Co-WIN2.0-এ নাম নথিভুক্ত করতে হবে৷ এক ব্যক্তি বা একটি অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ৪ জনের নাম নথিভুক্ত করা যাবে৷ তবে সকলেরও আলাদা পরিচয় পত্র, ছবি আপলোড করতে হবে৷
advertisement
5/7
•সরকারি কেন্দ্র টিকাকরণ হবে সম্পূর্ণ বিনামূল্যে৷ বেসরকারি কেন্দ্রে মাত্র ২৫০ টাকা লাগলে টিকার জন্য৷ এই টাকা ন্যাশনল হেল্থ অথরিটির কাছে পৌঁছে যাবে৷ অনলাইন পেমেন্টের সময় সেটা স্পষ্ট হবে গ্রাহকদের কাছেও৷
advertisement
6/7
•রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে প্রথম সারির করোনা যোদ্ধাদের জন্য কোভিশিল্ড, কোভ্যাক্সিন বিনামূল্য দিয়েছে কেন্দ্র৷ এর পরের ধাপে ষাটোর্ধ্ব এবং শারীরিক সমস্যা রয়েছে ৪৫-৫৯ বয়সিরা এবার ভ্যাকসিনের সুবিধা পাবেন৷
advertisement
7/7
•কোন শারীরিক সমস্যা থাকলে দ্রুত নিতে হবে করোনার ভ্যাকসিন? চিকিৎসকদের মতে, যারা হার্টের সমস্যায় ভোগেন, গত ১ বছরের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্ত হয়েছেন, যাদের আগে স্ট্রোক হয়েছে বা ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির সমস্যা রয়েছে তারা ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন৷ ভ্যাকসিন পাওয়ার পর সেই নথিও পেয়ে যাবেন গ্রাহক৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
COVID19 Vaccination: ভ্যাকসিন নিতে আজই সরাসরি নিজের নাম নথিভুক্ত করুন, রইল বিস্তারিত তথ্য