TRENDING:

Vande bharat Nabadwip Kamakshya Fare: বন্দে ভারতে নবদ্বীপ যেতে কত টাকা ভাড়া? কামাক্ষ্যা যেতেই বা কত পড়বে? দেখে নিন এক নজরে

Last Updated:
ট্রেনটি দুই দিকের যাত্রাপথে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রাঙ্গিয়া স্টেশনে থামবে।
advertisement
1/8
বন্দে ভারতে নবদ্বীপ যেতে কত টাকা ভাড়া? কামাক্ষ্যা যেতেই বা কত পড়বে? দেখে নিন এক নজরে
গত শনিবার, ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গের মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হয়েছে হাওড়া-কামাক্ষ্যা জাংশন (গুয়াহাটি) বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (২৭৫৭৫/২৭৫৭৬)৷ আনুষ্ঠানিক ভাবে পরিষেবা শুরু হবে কামাক্ষ্যা প্রান্ত থেকে ২২ জানুয়ারি এবং হাওড়া প্রান্ত থেকে ২৩ জানুয়ারি৷
advertisement
2/8
মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে বাণিজ্যিক ভাবে টিকিট বিক্রি৷ প্রথম দিনেই হুহু করে শেষ হয়ে গিয়েছে৷ এক নজরে জেনে রাখুন নবদ্বীপ এবং কামাক্ষ্যা যেতে কত টাকা ভাড়া বেঁধেছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস৷
advertisement
3/8
হাওড়া থেকে গুয়াহাটি অর্থাৎ, কামাক্ষ্যা পর্যন্ত ভাড়া করা হয়েছে ২৪৩৫ টাকা (থার্ড এসি), সেকেন্ড এসি ৩১৪৫ টাকা, প্রথম এসি ৩৮৫৫ টাকা৷
advertisement
4/8
হাওড়া থেকে এনজেপি, থার্ড এসি ১৪২৫ টাকা, সেকেন্ড এসি ১৮৪০ টাকা, প্রথম এসি ২২৫৫টাকা৷
advertisement
5/8
হাওড়া থেকে নবদ্বীপ ধাম, থার্ড এসি ১০১০ টাকা, সেকেন্ড এসি ১৩০৫ টাকা, প্রথম এসি ১৬০০ টাকা৷
advertisement
6/8
২৭৫৭৬ কামাখ্যা – হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি ২২ জানুয়ারি থেকে প্রতিদিন (বুধবার ছাড়া) কামাখ্যা থেকে সন্ধে ৬.১৫- এ ছেড়ে পরের দিন সকাল ০৮:১৫-এ হাওড়া পৌঁছবে। নবদ্বীপ পৌঁছবে সন্ধে ১৯;৩৮ মিনিটে
advertisement
7/8
২৭৫৭৫ হাওড়া – কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি ২৩ জানুয়ারি থেকে প্রতিদিন (বৃহস্পতিবার ছাড়া) হাওড়া থেকে সন্ধে ৬.২০ তে ছেড়ে পরের দিন ০৮:২০ তে কামাক্ষ্যা পৌঁছবে।
advertisement
8/8
ট্রেনটি দুই দিকের যাত্রাপথে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রাঙ্গিয়া স্টেশনে থামবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Vande bharat Nabadwip Kamakshya Fare: বন্দে ভারতে নবদ্বীপ যেতে কত টাকা ভাড়া? কামাক্ষ্যা যেতেই বা কত পড়বে? দেখে নিন এক নজরে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল