TRENDING:

ভারতে এল Okinawa এর দুর্দান্ত স্কুটার!‌ বুকিংয়ে খরচ মাত্র দু’‌হাজার

Last Updated:
করোনা আবহে সকলেই নিজের বাইক, স্কুটার ব্যবহার করতে চাইছেন।
advertisement
1/5
ভারতে এল Okinawa এর দুর্দান্ত স্কুটার!‌ বুকিংয়ে খরচ মাত্র দু’‌হাজার
• বর্তমানে বাইকের বাজার আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। অর্থনৈতিক দিক থেকে দেখলেও বাজারে নতুন করে ই–বাইক, স্কুটি থেকে সব ধরনের বাইকের চাহিদাই বেড়েছে। আর সেই চাহিদার করা কথা মাথায় রেখেই নতুন দুর্দান্ত ফিচারের বাইক বাজারে এনেছে সংস্থা Okinawa।
advertisement
2/5
• স্কুটিটির মডেল নম্বর R 30। ভারতের বাজারে সেই স্কুটি এসে গিয়েছে। এটি ব্যাটারি চালিত। বলা হয়েছে, একবার চার্জ দিলে এটি চলবে ৬০ কিলোমিটার। অন্য অনেক ই বাইকের থেকে এর মাইএজ বেশি। এছাড়া এটিতে সর্বোচ্চ গতি হতে পারে ২৫ কিলোমিটার পর্যন্ত। এতে রয়েছে ১.‌২৫ কিলোওয়াটে লিথিয়াম ব্যাটারি।
advertisement
3/5
• এটিতে চার্জ দিতে সময় লাগবে ৪ থেকে ৫ ঘণ্টা। রয়েছে বাইকের তিন বছরের ওয়ারেন্টি। এটির বুকিংয়ের খুব সহজ পদ্ধতি রেয়েছে। মাত্র ২০০০ টাকা দিয়ে এই বাইকটি বুকিং করা যাবে।
advertisement
4/5
• তবে ভারতের বাজারে এর দাম করা হয়েছে ৫৮, ৯৯২ টাকা। তবে দামের দিক থেকেও পয়সা উসুল হবে স্টাইল দেখলে। কারণ, এর জবরদস্ত ফিনিশ অন্য অনেক স্কুটিকেই হার মানাতে পারে।
advertisement
5/5
• এটি পাওয়া যাবে পাঁচটি আলাদা রঙে। এটিতে রয়েঠে দুটি শক অ্যাবজর্ভার, যাতে ভাঙাচোরা রাস্তাতেও নিশ্চিন্তে চলবে বাইক। এই সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে বাইকটি বুকিং করা যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভারতে এল Okinawa এর দুর্দান্ত স্কুটার!‌ বুকিংয়ে খরচ মাত্র দু’‌হাজার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল