Money Making Tips: যে কেউ কোটিপতি হতে পারেন এই ৫ নিয়ম মেনে চললে, জানেন সেগুলো কী কী?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বিশেষজ্ঞরা বলেন যে এই পাঁচ নিয়ম যদি একেবারে গোড়া থেকে মেনে চলা যায়, তাহলে যে কেউ হয়ে যেতে পারেন কোটিপতি।
advertisement
1/8

বর্তমানে আর্থিক ভাবে স্বচ্ছল হতে হলে শুধুমাত্র অর্থ উপার্জনই সব নয়, আমাদের আর্থিক পরিকল্পনাতেও জোর দিতে হবে। এতে অর্থ উপাজর্নের পাশাপাশি ব্যয়ের দিকটি নিয়েও ভাবার রয়েছে। তাই আজ আমরা এমন পাঁচটি টিপস নিয়ে কথা বলব যা আমাদের আর্থিক ভাবে স্বচ্ছল হতে সাহায্য করবে।
advertisement
2/8
বিশেষজ্ঞরা বলেন যে এই পাঁচ নিয়ম যদি একেবারে গোড়া থেকে মেনে চলা যায়, তাহলে যে কেউ হয়ে যেতে পারেন কোটিপতি। এর মধ্যে কোনও জাদু নেই। যা আছে, তা হল বহু দিনের পরীক্ষিত এমন কিছু সূত্র যা সবার ক্ষেত্রেই খেটে যায়।
advertisement
3/8
সেগুলো কী, দেখে নেওয়া যাক এক এক করে।
advertisement
4/8
ইনভেস্টমেন্ট আর্থিক বিনিয়োগ আর্থিক ভাবে স্বচ্ছল হতে বিশেষ সাহায্য করে। তবে অর্থ বিনিয়োগের আগে আমাদের কোনও বিশেষজ্ঞের সঙ্গে সর্বদা পরামর্শ করা উচিত। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা এবং সামর্থ্যের দিকটিও দেখতে হবে।
advertisement
5/8
ইনভেস্টমেন্ট ডাইভারসিফাই ইনভেস্টমেন্ট ডাইভারসিফাইয়ের অর্থ হল আমরা কত ভাবে আমাদের অর্থ বিনিয়োগ করতে পারি। সঠিক খাতে অর্থ বিনিয়োগের পাশাপাশি যতটা সম্ভব বিভিন্ন খাতে আমাদের অর্থ বিনিয়োগ করতে হবে। যেমন একই সঙ্গে অনেক পরিমাণ অর্থ স্টক মার্কেটে বা ব্যাঙ্কে না রেখে, বিভিন্ন মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, গোল্ড বা ব্যাঙ্ক বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা যেতে পারে।
advertisement
6/8
৫০-৩০-২০ বাজেট ফর্মুলা বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীদের সর্বদা ৫০-৩০-২০ এই ফর্মুলাতে অর্থ বিনিয়োগ করা উচিত। ৫০% প্রয়োজনীয় খরচ, ৩০% কোনও শখের জিনিস এবং ২০% অর্থ বিনিয়োগ করা উচিত।
advertisement
7/8
ইনসিওরেন্স প্ল্যান আমাদের প্রত্যেকেরই আর্থিক বা স্বাস্থ্য সংক্রান্ত কোনও বিপদে পরিকল্পনা মাফিক আর্থিক সঞ্চয় করে রাখা উচিত। এর জন্য ইনসিওরেন্স পরিকল্পনা বিশেষ উপযোগী।
advertisement
8/8
বিলাসিতার জিনিসে খরচ কমানো আর্থিক ভাবে সচ্ছল হতে হলে বিলাসিতার জিনিসে খরচ কমানো বিশেষ প্রয়োজনীয়। এর জন্য অবশ্য বাজেট-ফ্রেন্ডলি জিনিস কেনাকাটি করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: যে কেউ কোটিপতি হতে পারেন এই ৫ নিয়ম মেনে চললে, জানেন সেগুলো কী কী?