Silver Price Crash Last Week: সোনার সঙ্গে রুপোর জোর টক্কর! ২০,০০০ টাকা সস্তা, উৎসবের মরশুম শেষ হতেই খেলা শুরু!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Silver Price Crash Last Week: সোনার থেকে পিছিয়ে নেই রুপোও, ২০,০০০ টাকা সস্তা এক সপ্তাহে, মধ্যবিত্তের পোয়া বারো
advertisement
1/9

বিগত চারদিনে যেখানে সোনার দাম কমেছে ৭,০০০ টাকারও বেশি ৷ পিছিয়ে নেই রুপোও ৷ দামের উচ্চতার নতুন শিখরে পোঁছনোর পরে ২০,০০০ টাকা সস্তা হয়েছে রুপোও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
বিগত সাতদিনে ১ কেজি রুপোতে সস্তা হয়েছে ২০,০০০ টাকা ৷ এমসিএক্স শুধুই নয় ৷ ঘরোয়া বাজারেও আরও দাম কমেছে রুপোর ৷ সম্প্রতি দেখতে পাওয়া গিয়েছে রুপোর দাম ১.৭০ লক্ষ টাকা প্রতি কিলো ছাড়িয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
কিন্তু এই ভারী পতনে রুপোর দাম বেশ খানিকটা সস্তা হয়েছে ৷ MCX-এর সূত্রে জানতে পারা গিয়েছে বিগত চারদিনে লাগাতার সোনা সস্তা হয়েছে সেখানে পিছিয়ে নেই রুপোও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX-এর রিপোর্ট অনুযায়ী গত ১৬ অক্টোবর রুপোর দাম ছিল ১,৬৭,৬৬৩ টাকা প্রতি কিলোতে ৷ কিন্তু শুক্রবারই এমসিএক্সের এক রিপোর্টে জানা গিয়েছে ১ কেজি রুপোর দাম ১,৪৭,১৫০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
হিসাব সূত্রেই জানতে পারা গিয়েছে ২০,৫১৩ টাকা রুপো সস্তা হয়েছে ৷ ঘরোয়া বাজারে রুপোর দামেও চোখে পড়ার মত পরিবর্তন হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
সোনা রুপোর দাম আস্তে আস্তে আকাশ ছুঁয়ে শুরু করেছে ঠিক সেই কারণেই ঝনতেরাসের পরে সোনা ও রুপোর চাহিদা আস্তে আস্তে কমতে শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
রুপোর দাম রেকর্ড বৃদ্ধির পরে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার পরেই কমতে থাকে রুপোর দামও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
তৃতীয় কারণ আমেরিকান ডলার আরও মজবুত হয়েছে ৷ আসলে সোনা ও রুপো দুটোই ডলারের মাধ্যমে কেনাবেচা হয়ে থাকে ৷ ১৯ অক্টোবর ২০২৫ ডলারের দাম ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বা মজবুত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
এরফলেই বেশ কয়েকদিন ধরে সোনার সঙ্গে সঙ্গে রুপোর দামেও পতন লক্ষ্য করা গিয়েছে ৷ ইটিএফ ফান্ডে রুপো অংশীদারিত্ব কমানোর পরেই রুপোর দাম কমতে শুরু করেছে ৷ যা সত্যিকারেই চোখে পড়ার মত ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Silver Price Crash Last Week: সোনার সঙ্গে রুপোর জোর টক্কর! ২০,০০০ টাকা সস্তা, উৎসবের মরশুম শেষ হতেই খেলা শুরু!