Share Market: ভোটের ফল বেরনোর আগে শেয়ার বাজারে টাকা রাখবেন না তুলে নেবেন ? বিশেষজ্ঞরা কী বলছেন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Share Market Investments: সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নির্বাচনের রেজাল্ট বেরনোর সঙ্গে শেয়ার বাজার চড়চড়িয়ে উঠতে শুরু করবে।
advertisement
1/7

পোড় খাওয়া শেয়ার বাজার বিনিয়োগকারী থেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টর, সবাই এখন ৪ জুনের অপেক্ষা করছেন। ২০২৪ লোকসভা ভোটের রেজাল্ট বেরবে ওই দিন। বোঝা যাবে, হাওয়া কোন দিকে বইছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নির্বাচনের রেজাল্ট বেরনোর সঙ্গে শেয়ার বাজার চড়চড়িয়ে উঠতে শুরু করবে।
advertisement
2/7
নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগের কারণে ইক্যুইটি মার্কেট দ্বিধাগ্রস্ত কি না, প্রশ্নের জবাবে মোদি বলেছিলেন, “জেনে রাখুন, যেদিন ভোটের ফল সেদিন তো বটেই, গোটা সপ্তাহ জুড়েই লেনদেন করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন ট্রেডাররা”। ২০২৪-এর নির্বাচনে ভোটদানের হার অপেক্ষাকৃত কম। ফলে ভোটের ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই কারণেই শেয়ার বাজার অস্থির।
advertisement
3/7
বাজার বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী ফলাফল বেরনো পর্যন্ত এমনটাই চলবে। কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিনিয়োগকারীদের ৪ জুনের আগে শেয়ার কিনে রাখার পরামর্শ দিয়েছিলেন। তাঁর মতে, ভোটের রেজাল্ট বেরলেই বাজার উঠতে শুরু করবে। তবে তিনি এও বলেছিলেন, শেয়ার বাজারের ওঠাপড়ার জন্য নির্বাচনের দিকে আঙুল তোলা ঠিক নয়।
advertisement
4/7
এখন প্রশ্ন হল, এই মুহূর্তে বিনিয়োগকারীদের কী করণীয়? তাঁরা বিনিয়োগ করবেন না কি আপাতত হাত গুটিয়ে থাকবেন? টেইলউইন্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের জয়েন্ট এমডি বিবেক গোয়েল বলেছেন, “মুনাফা চাইলে এই সময় পোর্টফোলিওর স্টক এবং মিউচুয়াল ফান্ডগুলো পর্যালোচনা করতে হবে। বিশেষ করে যেখানে ঝুঁকি রয়েছে বলে মনে হচ্ছে”। পেস ৩৬০-এর সহ প্রতিষ্ঠাতা এবং চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েল বলছেন, “ট্রিপল-ডিজিট PE রেশিওতে স্টক বিক্রি করার এটাই দুর্দান্ত সুযোগ”।
advertisement
5/7
যে সব বিনিয়োগকারীরা নির্বাচনের ফলাফল নিয়ে নিশ্চিত নন, তাঁরা বিনিয়োগকে দুটো ভাগে ভাগ করে নিতে পারেন। একটা অংশ দিয়ে এখনই বিনিয়োগ করতে হবে। বাকি টাকা বিনিয়োগ করতে হবে ফলাফল বেরনোর পর। এমন পরামর্শ দিয়েছেন ওমনিসায়েন্স ক্যাপিটালের সিইও এবং প্রধান বিনিয়োগ কৌশলবিদ বিকাশ গুপ্তা।
advertisement
6/7
নুভামা প্রফেশনাল ক্লায়েন্ট গ্রুপের এক্সিকিউটিভ ভায়েস প্রেসিডেন্ট সন্দীপ রায়না বলছেন, “বাজার দেখে মনে হচ্ছে, সরকারের চেষ্টা ইতিবাচক ফলাফল দিচ্ছে এবং আগামীদিনেও তা অব্যাহত থাকবে। শিপিং, বন্দর, প্রতিরক্ষা এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাত বৃদ্ধির জন্য প্রস্তুত। এর ফলে সামগ্রিক অর্থনীতি উপকৃত হবে”।
advertisement
7/7
এই সময় কি সোনায় বিনিয়োগ করা উচিত? বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাসে সোনা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এখন সোনার বাজারে বিনিয়োগ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অমিত গোয়েল বলছেন, “সোনা দীর্ঘমেয়াদে লাভজনক ঠিকই, কিন্তু এই সময় সোনায় বিনিয়োগ না করাই ভাল”। সোনায় মোটা টাকা বিনিয়োগ করতে চাইলে বর্তমান বাজারের অবস্থা মূল্যায়ন করা উচিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Share Market: ভোটের ফল বেরনোর আগে শেয়ার বাজারে টাকা রাখবেন না তুলে নেবেন ? বিশেষজ্ঞরা কী বলছেন