TRENDING:

জরিমানার টাকা ঠিকঠাক না দিলে প্যান-আধার লিঙ্ক হবে না, হাতে মাত্র আর ১৪ দিন, দেখে নিন কী করতে হবে!

Last Updated:
অনেকেরই না কি জরিমানা দিতে সমস্যা হচ্ছে। কেন না, এই জরিমানা দেওয়ার পদ্ধতিটা একটু জটিল। তাহলে ঠিক কী করতে হবে?
advertisement
1/10
জরিমানার টাকা ঠিকঠাক না দিলে প্যান-আধার লিঙ্ক হবে না, হাতে মাত্র আর ১৪ দিন
 সরকার যদি আর সময় না বাড়ায় দোষ দেওয়া যায় না। এই নিয়ে তো আর কমবার হল না। অবশেষে ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্তই সাব্যস্ত হয়েছে প্যান-আধার লিঙ্কের সময়সীমা। এই শেষ মুহূর্তে এসে যাঁরা লিঙ্ক করাচ্ছেন, তাঁদের দিতে হচ্ছে জরিমানা হিসেবে ১০০০ টাকা।
advertisement
2/10
ওদিকে অনেকেরই না কি জরিমানা দিতে সমস্যা হচ্ছে। কেন না, এই জরিমানা দেওয়ার পদ্ধতিটা একটু জটিল। তাহলে ঠিক কী করতে হবে?
advertisement
3/10
লিঙ্ক করার পদ্ধতি: যে কোনও নাগরিক ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in-এ গিয়ে লগ-ইন করে বা না করে এই লিঙ্ক করতে পারেন।
advertisement
4/10
১. যে কেউ ই-ফাইলিং হোম পেজ থেকে আধার ও PAN লিঙ্ক করাতে পারে। ২. আবার চাইলে লগ-ইন করেও করতে পারেন। সেক্ষেত্রে www.incometax.gov.in > login > On Dashboard এ যেতে হবে। Profile-এ গিয়ে Link Aadhaar to PAN এই অপশনে গিয়ে Link Aadhaar-এ ক্লিক করতে হবে।
advertisement
5/10
ফি দেওয়ার পদ্ধতি: ই-ফাইলিং পোর্টালে গিয়ে পে-ট্যাক্স ফাংশানালিটির মাধ্যমে ফি দিতে হবে। কারও যদি পে-ট্যাক্স এর অনুমোদিত অ্যাকাউন্ট থাকে তাহলে, প্রথমে, ই-ফাইলিং পোর্টালের হোম পেজে গিয়ে Quick Link-এ গিয়ে Link Aadhar-এ যেতে হবে।
advertisement
6/10
তারপর নিজের PAN ও আধার নম্বর লিখতে হবে। এবার ই-পে ট্যাক্স এর মাধ্যমে টাকা দেওয়ার জন্য Continue to pay-তে ক্লিক করতে হবে। OTP পাওয়ার জন্য নিজের PAN ও রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
advertisement
7/10
OTP যাচাই হয়ে গেলে ই-পে ট্যাক্স পেজ খুলে যাবে, সেখানে Income Tax টাইলের উপর ক্লিক করতে হবে। এবার Assessment Year হিসেবে বেছে নিতে হবে ২০২৩-২৪ এবং Type of Payment-এ বেছে নিতে বে other receipts (500)। নির্ধারিত পরিমাণের অর্থ আগে থেকেই পূরণ করা হয়ে থাকবে।
advertisement
8/10
যদি কারও অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক ৷
advertisement
9/10
ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক, কারুর বৈশ্য ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তিনি ই-পে ট্যাক্স ব্যবহার করতে পারবেন।
advertisement
10/10
তবে ই-পে ট্যাক্স ব্যবহার করলে তা পোর্টালে দেখাতে কিছুদিন সময় লাগতে পারে। সাধারণত ৪-৫ দিনের মধ্যেই তা দেখা যাবে। ফলে হাতে খানিকটা সময় নিয়ে এগোনোই ভাল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
জরিমানার টাকা ঠিকঠাক না দিলে প্যান-আধার লিঙ্ক হবে না, হাতে মাত্র আর ১৪ দিন, দেখে নিন কী করতে হবে!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল