জরিমানার টাকা ঠিকঠাক না দিলে প্যান-আধার লিঙ্ক হবে না, হাতে মাত্র আর ১৪ দিন, দেখে নিন কী করতে হবে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
অনেকেরই না কি জরিমানা দিতে সমস্যা হচ্ছে। কেন না, এই জরিমানা দেওয়ার পদ্ধতিটা একটু জটিল। তাহলে ঠিক কী করতে হবে?
advertisement
1/10

সরকার যদি আর সময় না বাড়ায় দোষ দেওয়া যায় না। এই নিয়ে তো আর কমবার হল না। অবশেষে ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্তই সাব্যস্ত হয়েছে প্যান-আধার লিঙ্কের সময়সীমা। এই শেষ মুহূর্তে এসে যাঁরা লিঙ্ক করাচ্ছেন, তাঁদের দিতে হচ্ছে জরিমানা হিসেবে ১০০০ টাকা।
advertisement
2/10
ওদিকে অনেকেরই না কি জরিমানা দিতে সমস্যা হচ্ছে। কেন না, এই জরিমানা দেওয়ার পদ্ধতিটা একটু জটিল। তাহলে ঠিক কী করতে হবে?
advertisement
3/10
লিঙ্ক করার পদ্ধতি: যে কোনও নাগরিক ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in-এ গিয়ে লগ-ইন করে বা না করে এই লিঙ্ক করতে পারেন।
advertisement
4/10
১. যে কেউ ই-ফাইলিং হোম পেজ থেকে আধার ও PAN লিঙ্ক করাতে পারে। ২. আবার চাইলে লগ-ইন করেও করতে পারেন। সেক্ষেত্রে www.incometax.gov.in > login > On Dashboard এ যেতে হবে। Profile-এ গিয়ে Link Aadhaar to PAN এই অপশনে গিয়ে Link Aadhaar-এ ক্লিক করতে হবে।
advertisement
5/10
ফি দেওয়ার পদ্ধতি: ই-ফাইলিং পোর্টালে গিয়ে পে-ট্যাক্স ফাংশানালিটির মাধ্যমে ফি দিতে হবে। কারও যদি পে-ট্যাক্স এর অনুমোদিত অ্যাকাউন্ট থাকে তাহলে, প্রথমে, ই-ফাইলিং পোর্টালের হোম পেজে গিয়ে Quick Link-এ গিয়ে Link Aadhar-এ যেতে হবে।
advertisement
6/10
তারপর নিজের PAN ও আধার নম্বর লিখতে হবে। এবার ই-পে ট্যাক্স এর মাধ্যমে টাকা দেওয়ার জন্য Continue to pay-তে ক্লিক করতে হবে। OTP পাওয়ার জন্য নিজের PAN ও রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
advertisement
7/10
OTP যাচাই হয়ে গেলে ই-পে ট্যাক্স পেজ খুলে যাবে, সেখানে Income Tax টাইলের উপর ক্লিক করতে হবে। এবার Assessment Year হিসেবে বেছে নিতে হবে ২০২৩-২৪ এবং Type of Payment-এ বেছে নিতে বে other receipts (500)। নির্ধারিত পরিমাণের অর্থ আগে থেকেই পূরণ করা হয়ে থাকবে।
advertisement
8/10
যদি কারও অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক ৷
advertisement
9/10
ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক, কারুর বৈশ্য ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তিনি ই-পে ট্যাক্স ব্যবহার করতে পারবেন।
advertisement
10/10
তবে ই-পে ট্যাক্স ব্যবহার করলে তা পোর্টালে দেখাতে কিছুদিন সময় লাগতে পারে। সাধারণত ৪-৫ দিনের মধ্যেই তা দেখা যাবে। ফলে হাতে খানিকটা সময় নিয়ে এগোনোই ভাল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
জরিমানার টাকা ঠিকঠাক না দিলে প্যান-আধার লিঙ্ক হবে না, হাতে মাত্র আর ১৪ দিন, দেখে নিন কী করতে হবে!