Money Making Tips: এই লেবু ফিরিয়ে দেবে আপনার ভাগ্য, হাতে আসবে মোটা অঙ্কের টাকা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Money Making Tips: তবে এই লেবু সাধারণ মুসাম্বি লেবু নয়। এটাকে ভিয়েতনামী প্রজাতির মুসাম্বি বলা হচ্ছে।
advertisement
1/5

এবার মুসাম্বি লেবুর চাষ করে লাভবান হতে পারবেন আপনারাও। এই লেবু চাষ করেই প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার করা সম্ভব! সঠিক পরিচর্যা এবং যত্ন নিলেই পাওয়া যাবে প্রচুর লেবু। আর সেই লেবু বাজারে বিক্রি করে উপার্জন করা যেতে পারে মোটা অংকের টাকা।
advertisement
2/5
মুসাম্বি লেবু চাষ করেই হতে পারবেন স্বনির্ভর। তবে এই লেবু সাধারণ মুসাম্বি লেবু নয়। এটাকে ভিয়েতনামী প্রজাতির মুসাম্বি বলা হচ্ছে। এই গাছ থেকে বছরে একবার বা দুবার নয়, তিনবার পর্যন্ত ফলন পাওয়া যাবে বলেই জানাচ্ছেন নার্সারির কর্ণধার।
advertisement
3/5
বছরে একাধিকবার পাওয়া যাবে ফলন। বাজারে চাহিদা অনুযায়ী বিক্রি করা যাবে এই লেবু। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সংকর মহাদেব নামক একটি নার্সারিতে এই ভিয়েতনাম প্রজাতির মুসাম্বি লেবু গাছ পাওয়া যাচ্ছে। দূর দূরান্ত থেকেও অনেকেই আসছেন এই লেবু গাছ কেনার জন্য।
advertisement
4/5
নার্সারির কর্ণধার সংকর দত্ত জানিয়েছেন,
advertisement
5/5
ভিয়েতনামী লেবু গাছের দামও রয়েছে সাধ্যের মধ্যেই । ২০০ টাকা দামের গাছও রয়েছে। সাধারণ পাতি লেবুর থেকে এই লেবুতে কিছুটা বেশি পরিমাণ রসও পাওয়া যাবে। এছাড়া যেহুতু বছরে একাধিকবার ফলন মিলবে , সেকারণে নার্সারির তরফে এই চাষ অনেকটাই লাভজনক হবে বলে মনে করছেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: এই লেবু ফিরিয়ে দেবে আপনার ভাগ্য, হাতে আসবে মোটা অঙ্কের টাকা