Money Making Tips: বাগান আছে বাড়িতে ? ফেলে না রেখে এই ভাবে সহজেই আয় করুন লক্ষ লক্ষ টাকা
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips: কম সময়ে ভাল টাকা উপার্জন করতে বাড়ির ফাঁকা বাগানে করুন এই কাজ ৷
advertisement
1/5

বর্তমানে বাগিচা ফসল মাল্টা লেবু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কম খরচে অধিক লাভ হওয়ায় অনেকেই এই মাল্টা লেবু চাষে আগ্রহী হচ্ছেন। বাড়ির পাশে বাগানে আপনিও এই মাল্টা লেবু চাষ করে ভাল টাকা উপার্জন করতে পারবেন।
advertisement
2/5
বর্তমানে বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে এই মাল্টা লেবু বিক্রি হয়।কিভাবে মাল্টা লেবু চাষ করবেন? বছরে কতবার এই ফল পাওয়া যায় জানেন? মাল্টা চাষিফটিক দেবশর্মা জানান,কমলা লেবু নয় পুষ্টি গুণে সমৃদ্ধ মাল্টা লেবু চাষ করেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব।
advertisement
3/5
ফটিক বাবু জানান পাঁচ বছর আগে তিনি এইমাল্টা চাষ শুরু করেন। একবার লাগিয়ে দিলেই এই মাল্টা লেবু প্রতি বছর বছর ভাল ফল দেয়। এই মাল্টালেবু বছরে একবারই ফল দেয়।
advertisement
4/5
এই মাল্টা চাষের জন্য প্রয়োজন অধিক জৈব সারের। এই জৈব সারের মধ্যে ভার্মি কম্পোস্ট, গোমূত্র ,বেসন ও গুড় দিয়ে সার তৈরি করেমাল্টা গাছে দেওয়া হয়। এই মাল্টারপ্রধান বৈশিষ্ট্য হল প্রতিটা মাল্টার গায়ে সিকি পয়সার মত আকৃতি দেখা যায়।
advertisement
5/5
এই মাল্টা ভালভাবে চাষ করলেই অনেক টাকা উপার্জন করা সম্ভব। তাই কম সময়ে ভাল টাকা উপার্জন করতে বাড়ির ফাঁকা বাগানে লাগিয়ে ফেলুন মাল্টা লেবুর গাছ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বাগান আছে বাড়িতে ? ফেলে না রেখে এই ভাবে সহজেই আয় করুন লক্ষ লক্ষ টাকা