TRENDING:

LPG Gas: পাইপ লাইনে বাড়ি বাড়ি পৌঁছবে রান্নার গ্যাস! লাগবে না সিলিন্ডার!

Last Updated:
LPG Gas: পাইপলাইন দিয়েই এক্কেবারে সস্তায় বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস! ইলেকট্রিক বিল এর মতোই মিলবে বিল। বিষয়টা কি?  জানুন।
advertisement
1/6
পাইপ লাইনে বাড়ি বাড়ি পৌঁছবে রান্নার গ্যাস! লাগবে না সিলিন্ডার!
 রান্নার জন্য ভুড়ি ভুড়ি টাকা দিয়ে আর কিনতে হবে না গ্যাস সিলিন্ডার। পাইপলাইন দিয়েই এক্কেবারে সস্তায় বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস! ইলেকট্রিক বিল এর মতোই মিলবে বিল। বিষয়টা কী? জেনে নিন।
advertisement
2/6
হিন্দুস্তান প্যাট্রোলিয়াম‌ সংস্থার মাধ্যমে এবার থেকে ২৪ ঘণ্টা ‌মিলবে এই গ্যাস‌ পরিষেবা। জলপাইগুড়িবাসীর জন্য দ্রুত চালু করা হচ্ছে এই পরিষেবা। সিলিন্ডারের পাশাপাশি পাইপ লাইনের মাধ্যমে বাংলার প্রতিটি বাড়িতে গ্যাস পৌঁছানোর সিদ্ধান্ত কয়েক বছর আগেই নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। তা ক্রমেই বাস্তবায়িত হচ্ছে।
advertisement
3/6
প্রথমে, জগদীশপুর-হলদিয়া-বোকারো-ধামরা পাইপ লাইন প্রকল্পের মাধ্যমে দক্ষিণবঙ্গের ১০ জেলায় এই কাজ করার উদ্যোগ নেওয়া হয়। সেই মতো বিপুল বিনিয়োগও করা হয়। তবে এবার, উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এই গ্যাস‌ পরিষেবা প্রথম চালু‌ করা হচ্ছে।
advertisement
4/6
সিটি গ্যাস‌ ডিস্ট্রিবিউশন‌ প্রকল্পের মাধ্যমে এখন খুব সহজেই ঘরে‌ ঘরে‌ পৌঁছে যাবে রান্নার‌ গ্যাস‌। হিন্দুস্তান প্যাট্রোলিয়াম‌ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চারণ্য কে‌ এম‌ ডুব্ভুরু জানান, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েত এলাকায় প্রথম এই পরিষেবা হচ্ছে। পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েতের পাতকাটা‌ সহ বিভিন্ন এলাকায় পাইপলাইনের‌ মাধ্যমে ঘরে ঘরে মিটার বসানো হচ্ছে। পরবর্তীতে জলপাইগুড়ি শহর‌ সহ দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলাতেও‌ চালু করা হবে ‌ঘরে‌ ঘরে গ্যাস‌ পরিষেবা।
advertisement
5/6
এই গ্যাস‌ পরিষেবা সিলিন্ডারের‌ তুলনায় অনেক সহজ‌ ও সুরক্ষিত।পাইপ লাইনের মাধ্যমে আসা গ্যাস অনেক বেশি সাশ্রয়ী হবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
6/6
শুধু তাই নয়, সিলিন্ডারের এলপিজি হাওয়ার থেকে ভারী কিন্তু এই প্রাকৃতিক গ্যাস হাওয়ার থেকে হাল্কা। ফলে লিক হলেও উড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বড় কোনও বিপদেরও শঙ্কা নেই। এমন অভিনব পরিষেবা পরখ করতে বেশ উৎসাহী এবং খুশি জলপাইগুড়িবাসী।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas: পাইপ লাইনে বাড়ি বাড়ি পৌঁছবে রান্নার গ্যাস! লাগবে না সিলিন্ডার!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল