Latest Gold Price : হুড়মুড়িয়ে বেড়ে চলেছে সোনার দাম ! ১ গ্রাম কিনতে কত বেশি খরচ হবে জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Latest Gold Price: দেশজুড়ে হুড়মুড়িয়ে বাড়ছে সোনার দাম! ১ গ্রাম সোনা কিনতে এখন আগের তুলনায় কত বেশি খরচ হবে, জেনে নিন দাম বৃদ্ধির কারণ ও বর্তমান বাজার পরিস্থিতি।
advertisement
1/5

সাম্প্রতিক সময়ে আবারও হুড়মুড়িয়ে বেড়ে চলেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বৃদ্ধি, মার্কিন ডলারের দুর্বলতা এবং বিশ্বজুড়ে আর্থিক অনিশ্চয়তার কারণে সোনার দামে নতুন রেকর্ড তৈরি হচ্ছে। ভারতীয় বাজারেও তার প্রভাব পড়েছে যথেষ্টভাবে।
advertisement
2/5
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদে সোনা এখনও একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম। তবে এই মুহূর্তে যারা কেনার কথা ভাবছেন, তাদের কিছুটা অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ স্বল্পমেয়াদে দাম কিছুটা ওঠানামা করতে পারে।
advertisement
3/5
বিশ্ববিখ্যাত আর্থিক সংস্থা JP Morgan Private-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষে সোনার দাম আরও ২০% পর্যন্ত বাড়তে পারে, এবং ১০০ গ্রামে পৌঁছাতে পারে প্রায় ₹৪.৫ লাখে।
advertisement
4/5
আজ সোনার দাম কত হল ? বৃহস্পতিবার ১৩ নভেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১১৯৯০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৮৪৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৬৫০৯৭ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Latest Gold Price : হুড়মুড়িয়ে বেড়ে চলেছে সোনার দাম ! ১ গ্রাম কিনতে কত বেশি খরচ হবে জেনে নিন