TRENDING:

Aadhaar Card: আধার কার্ডে কেন QR কোড থাকে, এর কাজ ও সুবিধা কী? জানলে অবাক হবেন

Last Updated:
Aadhaar Card: বর্তমানে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড প্রধান পরিচয় পত্র। কার্ডের এমন অনেক তথ্য রয়েছে যা এখনও অনেকেি জানেন না। তার মধ্যে অন্যতম হল প্রতিটি আধার কার্ডের পিছনেই কেন QR Code থাকে।
advertisement
1/6
Aadhaar Card: আধার কার্ডে কেন QR কোড থাকে, এর কাজ ও সুবিধা কী? জানলে অবাক হবেন
বর্তমানে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড প্রধান পরিচয় পত্র। বর্তমানে যাবতীয় সরকারি কাজ করার জন্য আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
2/6
একজন নাগরিককে সঠিকভাবে চিহ্নিত করার জন্য যা যা প্রয়োজন সেই সংক্রান্ত যাবতীয় ডেটা আধার কার্ডের মধ্যে রাখা থাকে।
advertisement
3/6
তবে আধার কার্ডের এমন অনেক তথ্য রয়েছে যা এখনও অনেকেি জানেন না। তার মধ্যে অন্যতম হল প্রতিটি আধার কার্ডের পিছনেই কেন QR Code থাকে।
advertisement
4/6
আসলে QR Code হল আধার কার্ডের তথ্য ভাণ্ডার। যেখানে আপনার যাবতীয় বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্য থাকে। QR Code স্ক্যান করে এই যাবতীয় তথ্য জানা যায়।
advertisement
5/6
এছাড়া ভুয়ো আধার কার্ড ধরার ক্ষেত্রে QR Code কোড খুবই প্রয়োজনীয়। কিন্তু সাদা চোখে বোঝা সম্ভব নয় আপনি সঠিক আধার কার্ড ব্যবহার করছেন কিনা। ভুয়ো আধারা ধরার জন্যও QR Code।
advertisement
6/6
আধার কার্ডটি আসল কিনা সেটি যাচাই করা যায় QR Code-এর সাহায্যে। স্ক্যান করলেই সেটি ধরা পড়ে যাবে ওই আধার কার্ডটি আসল না নকল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Card: আধার কার্ডে কেন QR কোড থাকে, এর কাজ ও সুবিধা কী? জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল