Pan-Aadhaar Link: সবার জন্য আধার-প্যান লিঙ্ক বাধ্যতামূলক নয়, আপনার ক্ষেত্রে নিয়ম কী ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Pan Aadhaar Linking: আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোও বাধ্যতামূলক। তবে সবার জন্য নয়। এই নিয়েও কিছু নিয়ম রয়েছে।
advertisement
1/7

আধার কার্ডের মতো প্যান কার্ডও গুরুত্বপূর্ণ নথি। সমস্ত আর্থিক লেনদেন এবং কর সংক্রান্ত বিষয়ে প্যান কার্ড ব্যবহার করা হয়। বিশেষ করে ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য এটা সবেচেয়ে জরুরি।
advertisement
2/7
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোও বাধ্যতামূলক। তবে সবার জন্য নয়। এই নিয়েও কিছু নিয়ম রয়েছে।
advertisement
3/7
গত কয়েক বছরে কেন্দ্র সরকার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য একাধিক সময়সীমা জারি করেছিল। সেই সময়সীমা এখন শেষ। প্যান কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য সময়ে সময়ে জারি করে কেন্দ্র। প্যান কার্ডের অপব্যবহার নিয়েও সতর্ক করা হয়। তবে কাদের আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করলেও কোনও সমস্যা হবে না, দেখে নেওয়া যাক।
advertisement
4/7
কাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলেও চলে: ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করালেও চলবে। এছাড়া আয়কর আইন অনুযায়ী, অনাবাসী বা যাদের ভারতীয় নাগরিকত্ব নেই, তাঁদেরও আধার-প্যান লিঙ্ক না করালেও চলবে।
advertisement
5/7
একই সময়ে, অসম, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়ের বাসিন্দাদেরও প্যান আধার লিঙ্ক করানোর দরকার নেই বলে জানিয়েছে কেন্দ্র সরকার। প্রসঙ্গত, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাননি, তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।
advertisement
6/7
প্যান-আধার লিঙ্ক না করলে এই সুবিধাগুলো পাওয়া যাবে না: আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করালে আয়কর রিটার্ন দাখিল করা যাবে না। শুধু তাই নয়, ব্যাঙ্কে লেনদেনও করতে পারবেন না তাঁরা। মিলবে না সরকারি প্রকল্পের সুবিধাও। এর কারণ হল, বর্তমানে যে কোনও লেনদেনে কেওয়াইসি গুরুত্বপূর্ণ।
advertisement
7/7
এর কিছু সুবিধাও রয়েছে। যেমন, আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা থাকলে আয়করকে সমস্ত লেনদেনের অডিট ট্রেল দেয়। আইটিআর ফাইল করা সহজ হয়। লেনদেনের ট্র্যাক রাখতে পারেন গ্রাহক। প্যান-আধার লিঙ্কিং জালিয়াতির সমস্যা দূর করে। পাশাপাশি কর ফাঁকি রোধ করার জন্য প্যান আধার লিঙ্ক গুরুত্বপূর্ণ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar Link: সবার জন্য আধার-প্যান লিঙ্ক বাধ্যতামূলক নয়, আপনার ক্ষেত্রে নিয়ম কী ? জেনে নিন