Is There A Rise Or Fall In Gold Price: শনিবার সোনার দাম বাড়ল না কমল ? দেখে নিন ১ গ্রামের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Is There A Rise Or Fall In Gold Price: আজ শনিবারের বাজারে সোনার দাম গতকালের তুলনায় বেশি দেখাচ্ছে। কলকাতা ও অন্যান্য শহরে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার ১ গ্রাম দাম কিছুটা বাড়েছে।
advertisement
1/8

ভারতের মানুষের কাছে সোনা শুধু একটি ধাতু নয়, বরং নিরাপত্তা ও ঐতিহ্যের প্রতীক। বিয়ে, উৎসব কিংবা বিনিয়োগ—সব ক্ষেত্রেই সোনার গুরুত্ব আলাদা। তবে সাম্প্রতিক সময়ে সোনার দামের ওঠানামা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিনিয়োগকারীদের কৌতূহল বেড়েছে। প্রশ্ন একটাই—সোনার দাম কেন এত বাড়ছে বা কখন কমবে?
advertisement
2/8
আন্তর্জাতিক বাজারের প্রভাব-সোনার দাম মূলত নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। আমেরিকার ডলার শক্তিশালী হলে অনেক সময় সোনার দাম চাপের মুখে পড়ে। আবার বৈশ্বিক অনিশ্চয়তা, যুদ্ধ, অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন, ফলে দাম বেড়ে যায়।
advertisement
3/8
ভারতে ধনতেরাস, অক্ষয় তৃতীয়া বা বিয়ের মরসুমে সোনার চাহিদা হঠাৎ বেড়ে যায়। এই অতিরিক্ত চাহিদার কারণে স্বল্প সময়ের মধ্যেই সোনার দাম ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।
advertisement
4/8
বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক যখন সোনা কিনে তাদের রিজার্ভ বাড়ায়, তখন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বেড়ে যায়। এর ফলেও দামে বৃদ্ধি ঘটে। পাশাপাশি সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তও সোনার দামের উপর প্রভাব ফেলে।
advertisement
5/8
বিনিয়োগ হিসেবে সোনা কতটা লাভজনক?দীর্ঘমেয়াদে সোনা সাধারণত মূল্য ধরে রাখে এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি সুরক্ষা হিসেবে কাজ করে। তবে স্বল্পমেয়াদে দামের ওঠানামা থাকায় শুধুমাত্র লাভের আশায় না নেমে, সোনাকে পোর্টফোলিও ডাইভারসিফিকেশন হিসেবে রাখা বেশি বুদ্ধিমানের।
advertisement
6/8
এখন সোনা কেনা কি ঠিক হবে?যাঁরা গয়নার জন্য সোনা কিনতে চান, তাঁদের ক্ষেত্রে দাম কিছুটা বেশি হলেও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে কেনাই ভাল। আর বিনিয়োগকারীদের জন্য গোল্ড ETF, সোভরেন গোল্ড বন্ড বা ডিজিটাল গোল্ডের মতো বিকল্পও বিবেচনা করা যেতে পারে।
advertisement
7/8
আজ সোনার দাম কত হল ? শনিবার ২৪ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৪৭৯০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১২১৪৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৩২৩৬৮৮ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
8/8
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Is There A Rise Or Fall In Gold Price: শনিবার সোনার দাম বাড়ল না কমল ? দেখে নিন ১ গ্রামের দাম