TRENDING:

Gold Price Fall: সোনায় বিনিয়োগ করেছেন? খুব শীঘ্রই দাম কমতে পারে, এখন কী করা উচিত দেখে নিন

Last Updated:
Gold Price Fall: সোনার দাম কেন কমতে পারে? এর পিছনে ৩টি কারণ রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
1/9
সোনায় বিনিয়োগ করেছেন? খুব শীঘ্রই দাম কমতে পারে, এখন কী করা উচিত দেখে নিন
সোনার দাম গত কয়েক সপ্তাহে প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেড়েছে। তবে এবার দাম কমতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। নির্মল বঙ্গ-এর কমোডিটি ও কারেন্সি রিসার্চ প্রধান কুনাল শাহ মনে করছেন, আগামী ১০ থেকে ৩০ দিনের মধ্যে সোনার দাম প্রতি আউন্সে ১০০ থেকে ২৫০ ডলার পর্যন্ত কমতে পারে।
advertisement
2/9
কুনাল শাহ স্পষ্টভাবেই বলেছেন,"এখন লাভ তুলে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সোনার যে ঊর্ধ্বগতি ছিল, তা প্রায় শেষ। এখন দাম কমার সম্ভাবনা বেশি, তাই শর্ট পজিশন নেওয়া এবং ঝুঁকি কমানোই ঠিক হবে।"
advertisement
3/9
তিনি আরও জানান, সোনার দাম বাড়ার পিছনে যে কারণগুলো ছিল— যেমন সুদের হার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর ক্রয়— সেগুলো ইতিমধ্যেই বাজার দামে যুক্ত হয়ে গিয়েছে। তাই এখন বড় পতনের সম্ভাবনা বেশি।
advertisement
4/9
সোনার দাম কেন কমতে পারে? এর পিছনে ৩টি কারণ রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রথমত, ফিজিক্যাল ডিমান্ড কমছে। সোনার সরাসরি চাহিদা দুর্বল হচ্ছে, যার ফলে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
advertisement
5/9
দ্বিতীয়ত, সোনায় অতিরিক্ত বিনিয়োগ। হলুদ ধাতুতে বিনিয়োগ এখন "কনসেনসাস ট্রেড" হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকেই একই দিকে বিনিয়োগ করছেন। এর ফলে বাজার ওভারবট (অতিরিক্ত কেনাকাটা হয়েছে) পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে।
advertisement
6/9
তৃতীয়ত, সোনার দাম ইতিমধ্যেই বছরের শেষের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে, যা সাধারণত এই সময়ে দেখা যায় না। তাই দাম কমার সম্ভাবনা বাড়ছে।
advertisement
7/9
কুণাল শাহের মতে, এখন সোনার বদলে রুপোর দিকে নজর দেওয়া উচিত। গত চার বছর ধরে রুপোয় সাপ্লাই ডেফিসিটে (সরবরাহ ঘাটতি) রয়েছে, যার কারণে এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন, "আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে রুপোতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে।"
advertisement
8/9
যদিও সাম্প্রতিক সময়ে আমেরিকার ট্যারিফ নীতি ও ইনভেন্টরি সমন্বয়ের কারণে কিছু লাভ মিলেছে, তবে ২০২৫ সালে মেটালসের বাজার শক্তিশালী থাকবে এবং আগামী ৬ থেকে ৭ মাসে রুপোর দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
advertisement
9/9
সোনা থেকে যে লাভ মিলেছে, সেটা এখন ঘরে তোলার সময়। পাশাপাশি রুপো ও অন্যান্য ধাতুতে বিনিয়োগ করতে হবে। যদি লাভ থাকে তাহলে পোর্টফোলিও পরিবর্তনের এটাই আদর্শ সময়। সঠিক বিনিয়োগ কৌশল নেওয়া উচিত। কারণ আগামী মাসে রুপোর দাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Fall: সোনায় বিনিয়োগ করেছেন? খুব শীঘ্রই দাম কমতে পারে, এখন কী করা উচিত দেখে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল