TRENDING:

ভারতের পড়শি দেশে ১৬,০০০ টাকা সস্তা হল সোনা ! এখান থেকেই ভরে ভরে সোনা কিনছেন মানুষ, বর্তমানে রেট কত?

Last Updated:
Nepal Gold Price: জুলাইয়ের বাজেটে ভারত সরকার সোনা ও রুপোয় আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছিল। পরিণতিতে সোনা তখন প্রায় ৬ হাজার টাকা মতো সস্তা হয়। এবার নেপাল সরকারও সেই পথ নিয়েছে।
advertisement
1/7
ভারতের পড়শি দেশে ১৬,০০০ টাকা সস্তা হল সোনা ! এখান থেকেই ভরে ভরে সোনা কিনছেন
মাঝে দর বেড়েছিল। মার্কিন রাজনীতির সাম্প্রতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতে সোনার দরে বদল আসে, বিয়ের মরশুমের আগেই তার দরপতন দেখা যায়। এবার প্রতিবেশী দেশ নেপালে সোনার দাম প্রায় ১৬ হাজার টাকা মতো কমল। সঠিক ভাবে বললে ১৫,৯০০ টাকা কমেছে। Representative Image
advertisement
2/7
প্রশ্ন উঠতেই পারে কেন নেপালে সোনার দাম কমল! এই প্রসঙ্গে না বললেই নয় যে জুলাইয়ের বাজেটে ভারত সরকার সোনা ও রুপোয় আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছিল। পরিণতিতে সোনা তখন প্রায় ৬ হাজার টাকা মতো সস্তা হয়। এবার নেপাল সরকারও সেই পথ নিয়েছে। Representative Image
advertisement
3/7
নেপাল সরকার সোনার উপরে ৫০ ভাগ শুল্ক কমিয়েছে। শুল্ক অর্ধেক করার সিদ্ধান্তের পরে সেখানে দাম প্রতি তোলা (১১.৬৬৪ গ্রাম) ১৫,৯০০ টাকা কম হয়ে গিয়েছে। ফেডারেশন অফ নেপাল গোল্ড অ্যান্ড সিলভার ডিলার অ্যাসোসিয়েশনের মতে, হলমার্ক সোনার দাম সোমবার প্রতি তোলা ১,৫১,৩০০ টাকা ধার্য হয়েছে, যা রবিবারেও প্রতি তোলা ১,৬৭,২০০ টাকা ছিল। Representative Image
advertisement
4/7
পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে নেপাল সরকার সোনায় আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সোমবার থেকে কার্যকর করা হয়েছে। এর আগে, ভারত সরকার তার বাজেটে সোনা ও রুপোর উপরে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছিল। তবে তখন নেপাল সেই পথে হাঁটেনি। সেই সময়ে নেপাল চলতি অর্থবছরের বাজেটে সোনার উপরে শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করেছিল। এবার তা কমানো হল। Representative Image
advertisement
5/7
ভারত আমদানি শুল্ক কমানোর পর নেপালে সোনার দাম বেড়েছে এবং ভারতে সস্তা হয়েছে, যার কারণে সোনার চোরাচালান বেড়েছে। ফেডারেশনের মতে, খোলা সীমান্তের কারণে শুল্কের ভারসাম্যহীনতা অবৈধ ব্যবসাকে উৎসাহিত করেছে। এই ধরনের বাণিজ্য বন্ধ করতে সোনার উপরে শুল্ক ৮ শতাংশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ফেডারেশন। তবে সরকার তা বাড়িয়ে ১০ শতাংশ করার অনুমোদন দিয়েছে। Representative Image
advertisement
6/7
নেপালে সোনার দাম আপাতত না হয় কমল! কিন্তু, প্রতিবেশী দেশে সোনার দাম কমার পর ভারত ও নেপালে দাম কত যাচ্ছে সেই হিসেবটাও মাথায় রাখা দরকার। ভারতে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৭৯,৫৯৫ টাকা। Representative Image
advertisement
7/7
আমরা যদি নেপালে ভারতীয় রুপিতে সোনার হার দেখি তাহলে বর্তমানে তা প্রতি তোলা ১,৫১,৩০০ টাকা- ভারতীয় রুপিতে ধরলে ৯৪,৩৬৬ টাকা। অতএব, এখানে ভারতীয় রুপিতে ১০ গ্রাম সোনার দাম হবে প্রায় ৮০,৯৩০ টাকা। হিসেব একেবারে স্পষ্ট- এখনও ভারতের চেয়ে নেপালে সোনার দাম বেশি। Representative Image
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভারতের পড়শি দেশে ১৬,০০০ টাকা সস্তা হল সোনা ! এখান থেকেই ভরে ভরে সোনা কিনছেন মানুষ, বর্তমানে রেট কত?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল