Gold Ornaments Washing: বাড়িতেই নতুনের মতো চকচকে করে নিন সোনার গয়না! লাগবে সামান্য এই কয়েকটা জিনিস
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Gold Ornaments Washing: দীর্ঘদিন ব্যবহারের পরে সেই সোনার অলংকারগুলি তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে গয়নাগুলিতে নোংরা লেগে থাকে।
advertisement
1/7

আপনার পছন্দে সোনার গয়নাটা কি তার উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে? দীর্ঘদিন ব্যবহারের কারণে সোনার গয়না কালচে হয়ে পড়লে সোনার দোকানে না গিয়ে বাড়িতে বসেই খুব সহজেই করে ফেলুন গয়না পরিষ্কার। সোনা রুপার গয়না সব বাঙালি মধ্যবিত্তের পরিবারে কম বেশি থাকে।
advertisement
2/7
কিন্তু দীর্ঘদিন ব্যবহারের পরে সেই সোনার অলংকার গুলি তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে গয়নাগুলিতে নোংরা লেগে থাকে।
advertisement
3/7
আপনার ব্যবহৃত পারফিউম, ময়েশ্চারাইজার বা কসমেটিক সোনার গয়না নোংরা করে ফেলে। তাই স্বর্ণকারের দোকানে গিয়ে অনেক টাকা দিয়ে সোনার গয়না পরিষ্কার না করে বাড়িতেই খুব সহজেই সোনার গয়না পরিষ্কার করে ফেলুন।
advertisement
4/7
এই সোনার গয়না পরিষ্কার করতে প্রয়োজন বেকিং সোডা, কলগেট, গরম জল, লেবুর রস এই কয়েকটি উপকরণ দিয়ে চকচকে করে ফেলতে পারবেন আপনার সোনার গয়না।
advertisement
5/7
বেকিং সোডা সাধারণত রান্নায় ব্যবহৃত হয় তবে আপনি এটি আপনার সোনা গয়না পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন। এছাড়া সোনার গয়না চকচকে করে তুলতে আপনি ব্রাশ ও কলগেটের ও ব্যবহার করতে পারেন।গরম জলে দুই চামচ ব্রেকিং সোডা , লেবুর রস, কলগেট সমস্ত কিছু দিয়ে আপনার পুরনো সোনার গয়না গুলো ডুবিয়ে রাখুন ।
advertisement
6/7
৩০ মিনিটের পর ডুবিয়ে রেখে একটি ব্রাশের সাহায্যে এবার গয়নাগুলো পরিষ্কার করুন। এভাবেই আস্তে আস্তে দেখবেন গয়নার মধ্য থেকে সমস্ত নোংরা গুলি বের হয়ে যাবে।
advertisement
7/7
একটি পিস তৈরি করুন এবার এতে আপনার গয়না গুলো আধঘন্টা ডুবিয়ে রাখুন। এভাবেই খুব সহজে আপনার পছন্দের সোনার গয়নাটি বাড়িতে বসেই চকচকে করে ফেলুন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Ornaments Washing: বাড়িতেই নতুনের মতো চকচকে করে নিন সোনার গয়না! লাগবে সামান্য এই কয়েকটা জিনিস