TRENDING:

প্রতিদিন ১৫১ টাকা জমালেই মিলবে ৩১ লাখ রিটার্ন, কন্যা সন্তানদের জন্য বাম্পার স্কিম LIC-র

Last Updated:
পলিসির মেয়াদ ২৫ বছর। তবে প্রিমিয়াম দিতে হবে ২২ বছর। পছন্দ অনুযায়ী মেয়াদ বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
advertisement
1/7
প্রতিদিন ১৫১ টাকা জমালেই মিলবে ৩১ লাখ রিটার্ন,  বাম্পার স্কিম LIC-র
advertisement
2/7
প্রতিদিন ১৫১ টাকা জমালেই মিলবে ৩১ লাখ: এলআইসি কন্যাদান পলিসি কিনতে চাইলে নিজের বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর। এবং সন্তানের বয়স ১ বছর। আগেই বলা হয়েছে পলিসির মেয়াদ ২৫ বছর। তবে প্রিমিয়াম দিতে হবে ২২ বছর।
advertisement
3/7
উল্লেখযোগ্য বিষয় হল, এই পলিসির মেয়াদ কন্যার বয়স অনুযায়ী কমানো যেতে পারে। ধরা যাক কেউ ১৮ বছর বয়সে মেয়ের বিয়ে দিতে চান। সেক্ষেত্রে তিনি ১৭ বছরের জন্য এলআইসি কন্যাদান পলিসি কিনতে পারেন। অর্থাৎ পছন্দ অনুযায়ী মেয়াদ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। তবে সেটা ন্যূনতম ১৩ থেকে ২৫ বছরের মধ্যে বাছতে হবে।
advertisement
4/7
প্রয়োজনীয় কাগজপ্ত্র: কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট, পিতামাতার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাঙ্ক পাসবুক। ম্যাচিউরিটির টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টেই জমা পড়বে।
advertisement
5/7
এলআইসি কন্যাদান পলিসিতে প্রতিদিন ১৫১ টাকা জমা দিতে হবে। অর্থাৎ মাসে ৪৫৩০ টাকা। কার বেতন ১৫ হাজার টাকা হলেও তিনি মেয়ের নামে কন্যাদান পলিসি কিনতে পারেন। টানা ২২ বছর প্রিমিয়াম দিতে হবে।
advertisement
6/7
এরপর ২৫ বছর পূর্ণ হলে হাতে আসবে ম্যাচিউরিটির ৩১ লাখ টাকা। কেউ যদি প্রতিদিন ১২১ টাকা জমা দেন তাহলে তিনি ম্যাচিউরিটিতে ২৭ লাখ টাকা পাবেন। এই পলিসিতে অন্যান্য সুবিধাও রয়েছে। বিমা কভার পাওয়া যায়। পলিসি হোল্ডারের পিতার দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ১০ লাখ টাকা দেওয়া হয়।
advertisement
7/7
যে কোনও এলআইসি অফিস থেকে কন্যাদান পলিসি কেনা যায়। এর জন্য গ্রাহক উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া এলআইসি এজেন্টের কাছ থেকেও কন্যাদান পলিসি কিনতে পারেন গ্রাহক।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রতিদিন ১৫১ টাকা জমালেই মিলবে ৩১ লাখ রিটার্ন, কন্যা সন্তানদের জন্য বাম্পার স্কিম LIC-র
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল