EPFO Balance Check: PF অ্যাকাউন্টে সুদ ট্রান্সফার করেছে সরকার, এই ৪ পদ্ধতির মাধ্যমে অবিলম্বে ব্যালেন্স চেক করুন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
EPFO Balance Check: জেনে নিতে হবে যে, কীভাবে নিজেদের পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেতে পারে।
advertisement
1/10

প্রায় সকল কর্মচারী পিএফ অ্যাকাউন্টে পাওয়া সুদের জন্য অপেক্ষা করে রয়েছেন। কর্মীরা অবসরের সময়, ঘর তৈরি করার জন্য, মেডিক্যাল এমারজেন্সির সময় এবং বিয়ের মতো জরুরি কাজের জন্য পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। তাই এই বিষয়ে জেনে নিতে হবে যে, কীভাবে নিজেদের পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেতে পারে। একই সঙ্গে জেনে নেওয়া প্রয়োজন কীভাবে নিজেদের পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যেতে পারে। যিনি একজন বেতনভুক্ত কর্মী, তাঁর ভবিষ্যতের জন্য পিএফ অ্যাকাউন্ট একটি খুবই জরুরি তহবিল। এটি একটি সরকারি সেভিংস স্কিম, যেখানে কোম্পানি এবং কর্মী দুজনের তরফেই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা হয়।
advertisement
2/10
প্রভিডেন্ট ফান্ড কী -প্রভিডেন্ট ফান্ড হল একটি লম্বা সময়ের জন্য সেভিংস স্কিম। এই স্কিম কর্মচারী ভবিষ্য নিধি সংগঠন (EPFO) পরিচালনা করে। EPF অ্যাকাউন্টে কোম্পানি এবং কর্মী দুজনের তরফেই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা হয়। এমন করার ফলে ওই কর্মীর অবসরের সময় একটি বড় টাকার ফান্ড গড়ে ওঠে।
advertisement
3/10
পিএফ ব্যালেন্স চেক করার উপায় -- এর জন্য প্রথমেই EPFO পোর্টালে যেতে হবে।স্টেপ ১ -- এরপর নিজেদের UAN অ্যাক্টিভ করতে হবে।- এরপর EPFO-এর আধিকারিক ওয়েবসাইটে যেতে হবে।- এরপর 'For Employees' সেকশনে গিয়ে 'Member UAN/Online Service' বিকল্প বেছে নিতে হবে।- এরপর 'Activate UAN' অপশনে ক্লিক করতে হবে।- এরপর নিজেদের UAN, মোবাইল নম্বর এবং পিএফ মেম্বারের আইডি নম্বর দিতে হবে।- এরপর সেই নির্দেশ মতো UAN অ্যাক্টিভ করতে হবে।
advertisement
4/10
স্টেপ ২ -- এরপর লগ ইন করতে হবে।- এর জন্য 'Member UAN/Online Service' স্ক্রিনে যেতে হবে।- এরপর নিজেদের UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে।
advertisement
5/10
স্টেপ ৩ -- এরপর ব্যালেন্স চেক করার জন্য 'View' অপশনে ক্লিক করতে হবে।- এরপর নিজেদের পাসবুক সিলেক্ট করতে হবে।- নিজেদের পিএফ পাসবুকে ব্যালেন্স এবং ট্রানজাকশনের বিবরণ দেখা যাবে।
advertisement
6/10
UMANG অ্যাপের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করার উপায় -অ্যাপের মাধ্যমে যে যখনই চায়, নিজেদের PF ব্যালেন্স চেক করতে পারবে -- এর জন্য, UMANG অ্যাপ ওপেন করতে হবে এবং সার্চ বাড়ে EPFO লিখতে হবে।- এরপর EPFO সেবা সিলেক্ট করতে হবে।- এরপর View Passbook-এ ক্লিক করতে হবে।- এরপর নিজেদের UAN সাবমিট করতে হবে।- এরপর নিজেদের পিএফ ব্যালেন্স, ট্রানজাকশন, হিস্টরি এবং অন্যান্য তথ্য দেখতে পাওয়া যাবে।
advertisement
7/10
এসএমএসের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করার উপায় -এর জন্য, আপনাকে ইপিএফও-তে রেজিস্টার মোবাইল নম্বর থেকে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে EPFO UAN LAN (ভাষা) লিখে একটি বার্তা পাঠাতে হবে। LAN মানে নিজেদের পছন্দের ভাষা। ইংরেজিতে তথ্য চাইলে LAN এর পরিবর্তে ENG লিখতে হবে। একইভাবে হিন্দির জন্য HIN এবং তামিলের জন্য TAM লিখতে হবে। উদাহরণস্বরূপ, হিন্দিতে তথ্য পেতে, EPFOHO UAN HIN লিখে মেসেজ করতে হবে।
advertisement
8/10
মিসড কলের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করার উপায় -কেউ চাইলে মিসড কলের মাধ্যমেও নিজেদের ইপিএফ ব্যালেন্স জানতে পারবে। এর জন্য, নিজেদের রেজিস্টার মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে একটি মিসড কল দিতে হবে। মিসড কলের পরে, সেই ফোন স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং নিজেদের ব্যালেন্সের তথ্য পাওয়া যাবে।
advertisement
9/10
পিএফ ব্যালেন্স তোলার উপায় -- অবসরের পর পিএফ ব্যালেন্সের টাকা তোলা যেতে পারে।- বাড়ি তৈরি করতে, মেডিক্যাল এমারজেন্সির সময় এবং বিয়ের মতো জরুরি সময়ে পিএফ ব্যালেন্সের টাকা তোলা যেতে পারে।- দুই মাসের বেশি সময় ধরে বেকার থাকলে পিএফ ব্যালেন্সের টাকা তোলা যেতে পারে।
advertisement
10/10
পিএফ ব্যালেন্সের টাকা তোলার স্টেপ বাই স্টেপ উপায় -- এর জন্য প্রথমেই EPFO পোর্টালে লগ ইন করতে হবে।- এরপর 'Online Service' অপস্নে গিয়ে Claim (ফর্ম ৩১,১৯,১০সি) বেছে নিতে হবে।- এরপর নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ৪টি নম্বর দিতে হবে এবং 'Verify' অপশনে ক্লিক করতে হবে।- এরপর 'Proceed For Online Claim' অপশনে ক্লিক করতে হবে এবং টাকা তোলার অপশন বেছে নিতে হবে।- এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং প্রয়োজনে জরুরি ডকুমেন্ট আপলোড করতে হবে।- এরপর সেই ফর্ম সাবমিট করতে হবে। পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা বের হওয়ার পরে ১০ থেকে ২০ দিনের মধ্যে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EPFO Balance Check: PF অ্যাকাউন্টে সুদ ট্রান্সফার করেছে সরকার, এই ৪ পদ্ধতির মাধ্যমে অবিলম্বে ব্যালেন্স চেক করুন