‘White Gold’ কী জানেন? দেখতে রুপোর মতো হলেও সোনার চেয়ে বেশি দামি, এই কারণে বাড়ছে চাহিদা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
White Gold: দেখলে মনে হবে রুপো বুঝি। কিন্তু আদতে সোনা।
advertisement
1/5

ভারত সহ সারা বিশ্বেই সোনা অন্যতম দামি ধাতু। পাশাপাশি বিনিয়োগের মাধ্যমও। বিশুদ্ধতার দিক থেকে সোনাকে তিন ভাগে ভাগ করা হয় – ২০ ক্যারেট, ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট। তবে অনেকেই জানেন না, সোনা ২ রকমের হয়। একটা সাধারণ সোনা। যা দিয়ে গয়না তৈরি হয়। অন্যটা হল হোয়াইট গোল্ড। এর দাম সাধারণ সোনার চেয়ে বেশি।
advertisement
2/5
দেখলে মনে হবে রুপো বুঝি। কিন্তু আদতে সোনা। সাধারণত সোনার রঙ হলুদ। কিন্তু হোয়াইট গোল্ড রুপোর মতো সাদা রঙের হয়। এই কারণেই এর নাম ‘হোয়াইট গোল্ড’। তবে সাদা সোনা তৈরির প্রক্রিয়া খুবই কঠিন। বিশ্বের সবচেয়ে দামি ধাতুগুলো মিশিয়ে ‘হোয়াইট গোল্ড’ তৈরি করা হয়।
advertisement
3/5
২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭৬ হাজার টাকা। হোয়াইট গোল্ড আরও দামি। দাম বেশি হওয়ার কারণ হল, এর উৎপাদন প্রক্রিয়া মারাত্মক জটিল। ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য অনেক মূল্যবান ধাতুও যোগ করা হয়। এটা মূলত নিকেল এবং সাদা ধাতু যেমন প্যালাডিয়াম বা রুপোর সংকর ধাতু। ফলে হলুদ সোনার চেয়ে বেশি মজবুত। খুব একটা পালিশ করারও প্রয়োজন হয় না।
advertisement
4/5
হলুদ সোনা এক ধরণের ধাতু। প্রাকৃতিকভাবে তৈরি হয়। কিন্তু সাদা সোনা প্রাকৃতিক সোনা নয়। অন্যান্য ধাতুর সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয়। এই কারণেই হোয়াইট গোল্ডের দাম হলুদ সোনার চেয়ে বেশি। সাদা সোনা তৈরিতে রোডিয়ামের মতো দামি ধাতু ব্যবহার করা হয়। রোডিয়াম সাদা সোনার উজ্জ্বলতা বাড়ায়। বাজারে বেশিরভাগ সাদা সোনায় নিকেল মেশানো থাকে। সাদা সোনা এবং প্ল্যাটিনাম দেখতে একই রকম।
advertisement
5/5
প্রাচীন কাল থেকেই হলুদ সোনার জনপ্রিয়তা। শুভ অনুষ্ঠান কিংবা পুজোপার্বনে সোনার গয়না পরাই রেওয়াজ। এটাকে শুভ বলেও মানা হয়। ইদানীং হোয়াইট গোল্ডের জনপ্রিয়তাও বাড়ছে। বাগদানে সাদা সোনার আংটি পরার চল হয়েছে। উপহার হিসাবেও সাদা সোনার গয়না দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা ক্রমশ বাড়ছে। এখন আগামী দিনে চিরাচরিত হলুদ ধাতুকে হোয়াইট গোল্ড টেক্কা দিতে পারে কি না সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
‘White Gold’ কী জানেন? দেখতে রুপোর মতো হলেও সোনার চেয়ে বেশি দামি, এই কারণে বাড়ছে চাহিদা