TRENDING:

Business Ideas: ছোট ব্যবসা, বড় লাভ! ঘরে বসেই শুরু করুন এই ব্যবসা, অল্প পুঁজিতেই মাসে ২০-২৫ হাজার টাকা আয় নিশ্চিত!

Last Updated:
Business Ideas: ঘরে বসে অল্প পুঁজিতে শুরু করা যায় সুগন্ধি ধূপকাঠির ব্যবসা। সারা বছর চাহিদা থাকায় এই কুটির শিল্পে নিশ্চিত আয়ের সুযোগ রয়েছে।
advertisement
1/6
ঘরে বসেই শুরু করুন এই ব্যবসা, অল্প পুঁজিতেই মাসে ২০-২৫ হাজার টাকা আয় নিশ্চিত!
ঘরে বসেই করতে পারেন এই সুগন্ধি ধূপকাঠির ব্যবসা। অল্প পুঁজিতেই দেবে নিশ্চিত আয়ের সম্ভাবনা। ইতিমধ্যেই জেলার নানা প্রান্তে জনপ্রিয় হয়ে উঠছে এই সুগন্ধি ধূপকাঠির ব্যবসা। ধর্মীয় আচার অনুষ্ঠান, পুজো-পার্বণ, ঘরোয়া ব্যবহার থেকে শুরু করে মন্দির ও বিভিন্ন প্রতিষ্ঠানে ধূপকাঠির চাহিদা সারা বছরই থাকে। ফলে বাজারে এই পণ্যের চাহিদা কখনও কমে না। তাই চাহিদা পূরণের ক্ষেত্রে এই ব্যবসা লাভবান করতে পারে
advertisement
2/6
ভাবছেন কীভাবে শুরু করবেন ধূপকাঠির ব্যবসা! ধূপকাঠি তৈরির জন্য মূলত প্রয়োজন হয় বাঁশের কাঠি, চারকোল পাউডার, জিগাট পাউডার (আঠার কাজ করে), বিভিন্ন সুগন্ধি তেল এবং রং। প্রথমে বাঁশের কাঠির ওপর চারকোল ও জিগাটের মিশ্রণ প্রলেপ দেওয়া হয়। শুকিয়ে গেলে তাতে সুগন্ধি তেল প্রয়োগ করা হয়। এরপর নির্দিষ্ট সময় রোদে শুকিয়ে প্যাকেটজাত করা হয় ধূপকাঠি
advertisement
3/6
এই কাজের জন্য আলাদা কোনও বড় কারখানার প্রয়োজন নেই। বাড়ির একটি ঘরেই সহজে তৈরি সম্ভব। পরিবার-পরিজনের সহযোগিতায় একসঙ্গে কাজ করলে উৎপাদন খরচও অনেকটাই কমে যায়
advertisement
4/6
কত টাকা পুঁজি লাগতে পারে! প্রাথমিকভাবে ছোট আকারে ব্যবসা শুরু করতে আনুমানিক ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পুঁজি যথেষ্ট। এই টাকার মধ্যে কাঁচামাল, সাধারণ যন্ত্রপাতি (ট্রে, ড্রাম, শুকোনোর স্ট্যান্ড), প্যাকেট ও সুগন্ধি তেল কেনা সম্ভব। ধীরে ধীরে ব্যবসা বাড়ালে পুঁজি ৫০ হাজার টাকা বা তার বেশি করা যেতে পারে
advertisement
5/6
এবার আসা যাক লাভের হিসেবে। একটি ছোট ইউনিটে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ কেজি ধূপকাঠি তৈরি করা সম্ভব। বাজারে প্রতি কেজি ধূপকাঠি পাইকারি দরে ১৮০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়, সুগন্ধ ও মানের ওপর নির্ভর করে। উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি কেজিতে গড়ে ৫০ থেকে ৮০ টাকা লাভ হতে পারে। সেই হিসাবে মাসে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। উৎপাদন ও বিক্রির পরিমাণ বাড়ালে লাভের অঙ্ক আরও বাড়তে পারে বলেই জানান জেলার ধুপকাঠি ব্যবসায়ী বিপ্লব সাহা
advertisement
6/6
দোকান ছাড়াও অনলাইন প্ল্যাটফর্মে ধূপকাঠি বিক্রির সুযোগ রয়েছে। নিজস্ব ব্র্যান্ড নাম ও আকর্ষণীয় প্যাকেজিং করলে বাজারে পরিচিতি দ্রুত বাড়ে।রাজ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মাধ্যমে ধূপকাঠি তৈরির প্রশিক্ষণ এবং ঋণ সহায়তারও ব্যবস্থা রয়েছে। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠী ও মহিলাদের জন্য এই ব্যবসা হয়ে উঠছে স্বনির্ভরতার পথ সব মিলিয়ে, অল্প পুঁজি ও ঘরে বসে কাজ করার সুবিধার কারণে সুগন্ধি ধূপকাঠির ব্যবসা আজ অনেকের কাছেই লাভজনক রোজগারের মাধ্যম হয়ে উঠছে
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: ছোট ব্যবসা, বড় লাভ! ঘরে বসেই শুরু করুন এই ব্যবসা, অল্প পুঁজিতেই মাসে ২০-২৫ হাজার টাকা আয় নিশ্চিত!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল