TRENDING:

Bank Holiday: আগামী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন ব্যাঙ্ক ছুটির তালিকা

Last Updated:
Bank Holiday List: এই ছুটির মরশুমে ব্যাঙ্কে যাওয়ার আগে নিজের স্থানীয় ব্যাঙ্কের শাখা খোলা থাকবে কি না, তা জেনে নিতে হবে।
advertisement
1/6
আগামী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
চলতি সপ্তাহ এবং তারপরের সপ্তাহ জুড়ে রয়েছে আঞ্চলিক ছুটি আর উৎসব। আর তার মাঝেই পড়ে গিয়েছে সপ্তাহান্তের ছুটি। যার ফলে দেশের কয়েকটি ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ ১৩ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে টানা ছুটি থাকবে ব্যাঙ্ক। যদিও সারা ভারত জুড়ে অবশ্য সমস্ত ছুটি পালিত হবে না। তাহলে এই ছুটির মরশুমে ব্যাঙ্কে যাওয়ার আগে নিজের স্থানীয় ব্যাঙ্কের শাখা খোলা থাকবে কি না, তা জেনে নিতে হবে।
advertisement
2/6
সব মিলিয়ে চলতি বছরের চলতি মাসে প্রায় ১৪ দিন বন্ধ থাকছে সমস্ত পাবলিক এবং প্রাইভেট ব্যাঙ্ক। এর মধ্যে অবশ্য রয়েছে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার-সহ সপ্তাহান্তের ছুটিও। এছাড়া ধর্মীয় উৎসব এবং আঞ্চলিক উৎসবের ছুটি তো রয়েছেই। সেই অনুযায়ী, ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করতে হবে।
advertisement
3/6
তবে নগদের প্রয়োজন হলে গ্রাহকের কোনও সমস্যা হবে না। কারণ অনলাইন ওয়েবসাইট এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে তা করা যেতে পারে। তবে যদি ব্যাঙ্কের তরফে কোনও নোটিফিকেশন আসে, সেটা আলাদা ব্যাপার। এমনকী টাকা তোলার জন্য ব্যাঙ্কের এটিএম-ও ব্যবহার করা যেতে পারে। যাইহোক, দেখে নেওয়া যাক ব্যাঙ্কের ছুটির তালিকা।
advertisement
4/6
ব্যাঙ্ক ছুটির তালিকা:১৩ সেপ্টেম্বর: রামদেব জয়ন্তী / তেজা দশমী (শুক্রবার) — রাজস্থান ১৪ সেপ্টেম্বর: দ্বিতীয় শনিবার / ওনাম — সারা ভারত / কেরল ১৫ সেপ্টেম্বর: রবিবার / থিরুভোনাম — সারা ভারত / কেরল ১৬ সেপ্টেম্বর: ঈদ-এ-মিলাদ (সোমবার) — সারা ভারত ১৭ সেপ্টেম্বর: ইন্দ্র যাত্রা (মঙ্গলবার) — সিকিম ১৮ সেপ্টেম্বর: শ্রী নারায়ণ গুরু জয়ন্তী (বুধবার) — কেরল
advertisement
5/6
এর পাশাপাশি পরের সপ্তাহে আবার আছে দীর্ঘ সপ্তাহান্ত। সেটা অবশ্য বেশ কয়েকটি রাজ্যে। কারণ আগামী ২১ সেপ্টেম্বর (শ্রী নারায়ণ গুরু সমাধি — কেরল), ২২ সেপ্টেম্বর (রবিবার — সারা ভারত) এবং ২৩ সেপ্টেম্বর (বীর শহিদ দিবস — হরিয়ানা) ছুটি থাকতে চলেছে।
advertisement
6/6
এরপর মাসের চতুর্থ শনিবার এবং শেষ রবিবার পড়েছে ২৮ এবং ২৯ সেপ্টেম্বর। ফলে ওই দিনগুলিতেও ছুটি থাকবে ব্যাঙ্ক।এর আগে চলতি মাসে ব্যাঙ্ক ছুটি ছিল এই দিনগুলিতে: ১ সেপ্টেম্বর (রবিবার), ৭ সেপ্টেম্বর (গণেশ চতুর্থী) এবং ৮ সেপ্টেম্বর (রবিবার)।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holiday: আগামী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন ব্যাঙ্ক ছুটির তালিকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল