Birbhum News: হেলিপ্যাড এখন ঘন আবর্জনার স্তূপ! বীরভুমের ঘটনা জানলে চোখ কপালে উঠবে
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
বর্তমানে সেই হেলিপ্যাডটি কার্যত নোংরা আবর্জনা স্তুপে ডাস্টবিনে পরিণত হয়েছে।
advertisement
1/5

ঘন আবর্জনা স্তূপে ভর্তি রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হেলিপ্যাড। কবিগুরুর শান্তিনিকেতন অর্থাৎ বোলপুর শহরে এলেই মুখ্যমন্ত্রী এই হেলিপ্যাড ব্যবহার করতেন। ( সৌভিক রায়)
advertisement
2/5
আর সেই হেলিপ্যাডের ওপর নজর পড়েছে বেশ কিছু ঠিকাদারের, আর যার ফলেই ভাগাড়ে পরিণত হয়েছে হেলিপ্যাডটি। তবে এই বিষয়ে কিছুই জানেন না পৌরসভা। এবার শুক্রবার সেই হেলিপ্যাড পরিদর্শন করলেন বোলপুরে প্রাক্তন সাংসদ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।
advertisement
3/5
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন তীর্থ ক্ষেত্র এবং পর্যটন ক্ষেত্রের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য হেলিকপ্টার চলাচলের সিদ্ধান্ত নেন। আর সেই তালিকায় রয়েছে বোলপুর তারাপীঠ, দীঘা সহ বেশ কয়েকটি জায়গা।
advertisement
4/5
বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ সংলগ্ন একটি এলাকায় হেলিপ্যাড নির্মাণ করা হয় মুখ্যমন্ত্রী বোলপুর সফরে এলেই ওই জায়গাতেই হেলিকপ্টার অবতরণ করত।
advertisement
5/5
বর্তমানে সেই হেলিপ্যাডটি কার্যত নোংরা আবর্জনা স্তুপে ডাস্টবিনে পরিণত হয়েছে। তবে অবাক কান্ড এ বিষয়ে কিছুই জানেন না বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্না ঘোষ,তিনি জানান, "স্থানীয় কাউন্সিলর এর মাধ্যমে তিনি পুরও বিষয়টির খোঁজ নেবেন। ( সৌভিক রায়)