TRENDING:

Cyclone Mocha Update: বঙ্গোপসাগরের ওপর ফুঁসবে, তাতেই নির্ভর বাংলার আবহাওয়া, দাবদাহ না বৃষ্টি

Last Updated:
Cyclone Mocha Update:আগামীকাল একই আবহাওয়া থাকবে বলে জানা যাচ্ছে তবে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এক থেকে দুই ডিগ্রি। যদি মোকার প্রভাব না পড়ে তাহলে বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছে যেতে পারে 40 ডিগ্রির উপরে।
advertisement
1/7
বঙ্গোপসাগরে মোকা ফুঁসবে, তাতেই নির্ভর বাংলার আবহাওয়া, দাবদাহ না বৃষ্টি
বাঁকুড়া: পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে শনিবারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে মোকা। ঝড়ের রাস্তা ঠিক কোন দিকে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বাঁকুড়া জেলার উপর এর প্রভাব পড়তে পারে। Photo Courtesy- Windy 
advertisement
2/7
ওয়েদার আপডেট অনুযায়ী বাঁকুড়া জেলায় বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার বৃষ্টিপাত হয়। এদিন সকাল থেকেই শহর ঢাকা ছিল মেঘে। সন্ধ্যে রাতের দিকে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কিছুটা কমেছিল তাপমাত্রা।
advertisement
3/7
আজ শুক্রবার সকাল থেকে ক্ষণিকের জন্য আবহাওয়া মেঘলা থাকলেও সকাল সাড়ে সাতটার পর থেকে উজ্জ্বল বাঁকুড়ার আকাশ। তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। বৃষ্টিপাতের সম্ভাবনা ৩০ শতাংশ।
advertisement
4/7
আগামীকাল একই আবহাওয়া থাকবে বলে জানা যাচ্ছে তবে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এক থেকে দুই ডিগ্রি। যদি মোকার প্রভাব না পড়ে তাহলে বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আপাতত সমীকরণ থেকে যদি মোকাকে বাদ দেওয়া হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে আবারও বাড়তে পারে তাপমাত্রা।
advertisement
5/7
সকাল থেকেই বাঁকুড়া রাস্তাঘাট ব্যস্ততায় ভরে উঠেছে। বেলা বাড়তে একটু রোদ চড়া হতেই এক চিলতে ছাওয়া খুঁজে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ এবং পথচারীরা। গতকালের বৃষ্টিতে রাস্তাঘাট ধুয়ে গিয়ে পরিষ্কার দেখাচ্ছে।
advertisement
6/7
এদিন সূর্যোদয় হয়ে ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ছটা বেজে ১১ মিনিটে। বাঁকুড়া জেলার বুক চিরে উত্তর থেকে দক্ষিণে ছয় কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বাতাস।
advertisement
7/7
এদিন সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি থাকবে, যার সূচক ৯ এর কাছাকাছি। বাঁকুড়ার বায়ুতে আর্দ্রতার পরিমাণ ৬১ শতাংশ। এবং বায়ুর গুণগত মান অর্থাৎ এআর কোয়ালিটি ইনডেক্স মাছ এই ধরণের দূষিত থাকবে যার সূচক ১০৩। Input- -Nilanjan Banerjee
বাংলা খবর/ছবি/বাঁকুড়া/
Cyclone Mocha Update: বঙ্গোপসাগরের ওপর ফুঁসবে, তাতেই নির্ভর বাংলার আবহাওয়া, দাবদাহ না বৃষ্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল