TRENDING:

Kali Puja 2025: ছোট্ট মন্দিরে পূজিতা জাগ্রত দেবী, ২৫০ বছর ধরে ভক্তদের আরাধ্যা দেবী ‘পায়রা কালী’

Last Updated:
Kali Puja 2025: দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন গোটা বছর। মায়ের দর্শন পেতে এবং মনস্কামনা পূর্ণ করতে।
advertisement
1/6
ছোট্ট মন্দিরে পূজিতা জাগ্রত দেবী, ২৫০ বছর ধরে ভক্তদের আরাধ্যা দেবী ‘পায়রা কালী’
সোনামুখীর পায়রা কালী হল বাঁকুড়ার সোনামুখীর একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী প্রতিমা, যার নামকরণ করা হয়েছে পায়রা থেকে, এই মিষ্টি নাম ছড়িয়েছে দূর দূরান্ত পর্যন্ত। মানুষ এক বাক্য চেনে পায়রা কালী। 'পায়রা কালী' নামটি এখনও রয়ে গেছে। এটি সোনামুখীর বিভিন্ন কালী প্রতিমার মধ্যে একটি, যার মধ্যে ক্ষ্যাপা কালী, মাইতো কালী এবং হটনগর কালীও অন্তর্ভুক্ত। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
প্রায় আড়াইশো বছরের কালী পুজো এটি। মা পায়রা কালী আজও সোনামুখীর অন্যতম মুখ্য কালী গুলির একটি। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন গোটা বছর। মায়ের দর্শন পেতে এবং মনস্কামনা পূর্ণ করতে। মায়ের মিষ্টি নাম, মানুষকে আকর্ষণ করে। ইতিহাস জানতে ইচ্ছে করে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
কবিরাজ এবং কর'রা এই পুজো শুরু করেন আড়াইশো বছর আগে। এলাকার কবিরাজ পরিবার এবং কর পরিবাররা শুরু করলেও বর্তমান যুগে এই পুজো এখন ষোলআনা পুজোতে পরিণত হয়েছে। ছোট্ট মন্দির। তার ভিতরে মায়ের মূর্তি। চোখ যেন কথা বলছে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/6
কমিটির সদস্য এবং পেশায় চিকিৎসক গনেশ দাস বলেন, "সোনামুখী এবং কালির ইতিহাস গভীর। সবই বড়দের মুখে শুনেছি। এমনও হয়েছে যে দেশের অন্য প্রান্ত থেকে মানুষ এসে মানত করে গেছে মায়ের কাছে। বারবার ফিরে এসেছে। এই ভক্তি দেখা যায় না অন্য কোথাও।"ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়।
advertisement
5/6
দক্ষিণবঙ্গের একটি সুপ্রাচীন জনপদ হল সোনামুখী ৷ যা কালি এবং কার্তিকের শহর নামে পরিচিত । আজ থেকে প্রায় ৪২০ বছর আগে এই শহর ছিল ঝোপঝাড়ে ভরা, শহরের অলিগলিতে সেভাবে জনমানবের বসবাস শুরু হয়নি ৷ আজকের জনপদ সেই সময় জনগণ-শূন্য হলেও একটা সুপ্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলত, যা হল কালী পুজোর ইতিহাস ।
advertisement
6/6
একটা সময় এই প্রাচীন জনপদের বাসিন্দাদের আর্থিক অনটন ছিল চরমে। তৎকালীন সময় থেকেই বিভিন্ন কারণে প্রায় ২০০ থেকে ২৫০ টি কালি পুজো শুরু হয় সোনামুখী শহরে। তার মধ্যে অন্যতম পায়রা কালী। সোনামুখীর বাসিন্দাদের বহু বিশ্বাস এবং ভরসার জায়গা এই কালি। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: ছোট্ট মন্দিরে পূজিতা জাগ্রত দেবী, ২৫০ বছর ধরে ভক্তদের আরাধ্যা দেবী ‘পায়রা কালী’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল