Weather Updates: ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছল তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা আছে কি ?
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আগামী বৃষ্টিপাতের আগে এই গরমের তৃতীয় অধ্যায়টি কতটা লম্বা হয় সেটাই এখন দেখার।
advertisement
1/6

প্রতিদিন এক এক ধাপ করে বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবারের তুলনায় এক ডিগ্রি বেড়েছে সর্বচ্চো তাপমাত্রা। রোদের উজ্জ্বলতা যথেষ্ট চোখে লাগার মত। পূর্বাভাস মতোই এগিয়ে যাচ্ছে বাঁকুড়ার আবহাওয়া। সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকলেও এদিন দুপুর একটা থেকে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/6
এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯° সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ ডিগ্রির উপরে। চলতি সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি, এমনটাই পূর্বাভাস।
advertisement
3/6
বিগত কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ায় বাঁকুড়াতে বায়ুর গুণগতমান আবার দূষিতের পর্যায়ে পৌঁছে গেছে। বায়ুতে সকালের দিকে থাকছে উচ্চ আর্দ্রতা এবং বেলা বাড়লেই কমে যাচ্ছে আর্দ্রতা।
advertisement
4/6
এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটায় এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা বেজে ২৩ মিনিটে। উত্তর থেকে দক্ষিণে ৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে বাতাস। আজ সারাদিন অতি বেগুনি রশির পরিমাণ অত্যন্ত বেশি থাকবে। বাঁকুড়ার বায়ু আজ মাঝারি রকমের দূষিত যার সূচক ১৩৪।
advertisement
5/6
বাতাসে তুলনামূলকভাবে একটু বেশি আদ্রতার পরিমাণ যার সূচক ৪৩ শতাংশ। শুরু হলো গরমের তৃতীয় অধ্যায়। প্রতিবছর গরমের জন্য বেগ পেতে হয় বাঁকুড়ার সাধারণ মানুষকে। বাঁকুড়া ট্র্যাক রেকর্ড অনুযায়ী এই বছরও সেই একই অবস্থা। নিমিষেই তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৪০ ডিগ্রির কাছাকাছি। সকাল থেকে অনুভূত হচ্ছে সূর্যের তাপ।
advertisement
6/6
বেলা বাড়লে উচ্চ গতিতে মোটরসাইকেল বা সাইকেল নিয়ে যাতায়াত করলে অনুভূত হচ্ছে গরম হাওয়া। প্রতিবার গরম বাড়লে রক্ষাকর্তা বৃষ্টির আবির্ভাব হয়েছে। আগামী বৃষ্টিপাতের আগে এই গরমের তৃতীয় অধ্যায়টি কতটা লম্বা হয় সেটাই এখন দেখার।