TRENDING:

১১ নভেম্বর বিশেষ দিন! মহাবিশ্বের কাছে আজ রাতেই ১২টি ইচ্ছে লিখলেই আসবে টাকা, প্রেম সৌভাগ্য!

Last Updated:
আজ ১১ নভেম্বর, জ্যোতিষশাস্ত্রে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুধু জ্যোতিষ নয় সংখ্যাতত্ত্বেও এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হয় এই দিনটি 'ইচ্ছাপূরণের দিন'। ভীষণ শক্তিশালী এই দিনটি কাজে লাগাতে পারলে ইচ্ছাপূরণ হতে পারে আপনারও।
advertisement
1/8
১১ নভেম্বর বিশেষ দিন! মহাবিশ্বের কাছে আজ রাতেই ১২টি ইচ্ছে লিখলেই আসবে টাকা, প্রেম সৌভাগ্য!
আজ ১১ নভেম্বর, জ্যোতিষশাস্ত্রে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুধু জ্যোতিষ নয় সংখ্যাতত্ত্বেও এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হয় এই দিনটি 'ইচ্ছাপূরণের দিন'। ভীষণ শক্তিশালী এই দিনটি কাজে লাগাতে পারলে ইচ্ছাপূরণ হতে পারে আপনারও। প্রতীকী ছবি।
advertisement
2/8
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানান, সংখ্যাতত্ত্বে ১১ নম্বরকে 'মাস্টার নম্বর' বলা হয়ে থাকে। আধ্যাত্মিক এবং উন্নতির ক্ষেত্রে ভীষণ অর্থবহ এই নম্বর। বছরের ১১তম মাসে ১১তম দিনে কেউ যদি কোনও ইচ্ছা গভীরভাবে প্রকাশ করে, তবে প্রকৃতি তা অবশ্যই পূরণ করে। প্রতীকী ছবি
advertisement
3/8
এই ইচ্ছাপূরণের ক্ষেত্রে কী করা উচিত? এই প্রসঙ্গে হিতেন্দ্র কুমার জানান, এই দিন কিছু উপায় মানলেই আপনার ইচ্ছা পূরণ হতে পারে। প্রতীকী ছবি
advertisement
4/8
‘১১:১১ পোর্টাল’-এর সঙ্গে যুক্ত একটি জনপ্রিয় রীতি হল '১২ ইচ্ছা রীতি'। নিয়মটি সহজ একটি কাগজে নিজের ১২টি ইচ্ছা লিখে ফেলুন। এর মধ্যে ১১টি ইচ্ছা মহাবিশ্বের হাতে ছেড়ে দিন-মানে, বিশ্বাস রাখুন যে সময় হলে তা পূর্ণ হবে। শেষ ইচ্ছাটি নিজের হাতে রাখুন। অর্থাৎ সেটি পূরণে আপনিই কাজ করবেন। এতে একদিকে আত্মবিশ্বাস বাড়ে, অন্যদিকে বাস্তব পদক্ষেপের এনার্জিও তৈরি হয়।
advertisement
5/8
দিন কী কী করবেন? ধ্যান করুন, শান্ত পরিবেশে নিজের লক্ষ্য নিয়ে ভাবুন। কৃতজ্ঞতার অনুশীলন করুন অর্থাৎ যা আছে, তার জন্য ধন্যবাদ দিন। ইতিবাচকভাবে লিখুন: 'আমি পারবো', 'আমি পাচ্ছি', 'আমি যথেষ্ট'।
advertisement
6/8
কী কী করা উচিত নয়? নেতিবাচক চিন্তা বা ভয় থেকে ইচ্ছা প্রকাশ। অন্যের ক্ষতি চাওয়ার মতো আকাঙ্ক্ষা, ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি।
advertisement
7/8
এই দিনটি কেন বিশেষ? ২০২৫ সালের সংখ্যাতত্ত্ব অনুযায়ী (২+০+২+৫=৯), বছরটি 'সম্পূর্ণতা' ও 'নতুন অধ্যায়ের সূচনা'-র প্রতীক। ফলে ১১ নভেম্বরের ১১:১১ পোর্টাল এবছর বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। এটি এমন এক সময়, যখন আপনি অতীতের ভার ছেড়ে দিয়ে ভবিষ্যতের জন্য নতুন পথ তৈরি করতে পারেন।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
১১ নভেম্বর বিশেষ দিন! মহাবিশ্বের কাছে আজ রাতেই ১২টি ইচ্ছে লিখলেই আসবে টাকা, প্রেম সৌভাগ্য!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল