এরপর, উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি ওই ফোন নিয়ে যান এবং ধন্যবাদ জানান কর্তব্যরত দুই সিভিক কর্মী অরূপ এবং তাপস-কে (West Medinipur News)। পুলিশের এহেন কাজে দুই সিভিক পুলিশকে ধন্যবাদ জানান ওই ব্যক্তি। পাশাপাশি এই ঘটনার পর শালবনী থানা এলাকায় সিভিক পুলিশের প্রশংসাও করেন অনেকে। ফোন ফেরত দেওয়ার পর অরূপ ও তাপস জানান, "মানুষ পুলিশের উপর যথেষ্ট ভরসা করেন, তাই মানুষের পুলিশের প্রতি ভরসা যাতে বজায় থাকে, তার জন্য যা করা উচিৎ, আমরা শুধুমাত্র তাই করেছি"।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
January 01, 2022 9:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: হারিয়ে যায়নি সততা! শালবনীর দুই সিভিক পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া স্মার্টফোন আর টাকা ফিরে পেলেন যুবক