ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড হরিজন পল্লী এলাকায়। জানা যায় প্রায় ২৫ বছর ধরে ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী এলাকায় নদী বাঁধের রাস্তার ধারে সরকারি জায়গায় মাটির বাড়ি তৈরি করে বসবাস করে আসছেন ভূমিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধা ও তার ছেলে৷ ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে ভোট দেন তারা৷
advertisement
আজ সকাল সাড়ে দশটা নাগাদ হাইকোর্টের নির্দেশে সরকারি জায়গায় মাটির বসতবাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনিক কর্তারাও৷ লোকের বাড়িতে কাজ করে ছেলেকে নিয়ে মাটির বাড়িতে বসবাস করত সুমিত্রা দেবী। তার অবশ্য দাবি ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তার ধারে শুধু আমার বাড়ি নয় একাধিক বাড়ি রয়েছে সরকারি জায়গায়। তাহলে শুধুমাত্র আমার বাড়ি ভেঙে দেওয়া হলো কেন?
বাড়ি ভেঙে দেয় সর্বস্ত হারিয়ে রাস্তায় সুমিতা দেবী। তার ছেলে সুফল জানা অবশ্য বলেন সরকারি নির্দেশে আমাদের বাড়ি ভেঙে দেওয়া হল৷ এখন মাকে নিয়ে রাস্তার উপরে থাকতে হবে। সরকারের কাছে কাতর আবেদন আমাদের থাকার জন্য কিছু ব্যবস্থা করে দিক।
আরও পড়ুন: প্রেম করে ‘চুপিচুপি’ বিয়ে, টাকার লোভে সংসার হল ছারখার
যদিও বাড়ি ভাঙার বিষয়ে সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল জানান বাড়িটি ভাঙ্গার জন্য আদালতের নির্দেশ এসেছিল, সেই নির্দেশে বাড়িটি ভাঙ্গা হল৷ সরকারি জায়গায় আরও অনেক বাড়ি রয়েছে সেগুলির ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হবে।
সুকান্ত চক্রবর্তী
