মেদিনীপুর স্টেশনে প্লাটফর্মে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওই ব্যক্তিকে প্ল্যাটফর্মের ফাক থেকে টেনে বের করে নিয়ে আসেন
শনিবার রাত্রি ২.৪৪ মিনিট নাগাদ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় মেদিনীপুর স্টেশন নামার সময় এক ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যান। ওই সময় মেদিনীপুর স্টেশনে প্লাটফর্মে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওই ব্যক্তিকে প্ল্যাটফর্মের ফাক থেকে টেনে বের করে নিয়ে আসেন। ফলে অল্পের জন্য ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পায় ৫৫ বছর বয়সী ব্যক্তি। জানা গেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার আম্বেদকার নগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তির নাম আত্মরাও নামদেওবর্দে। রেল পুলিশের দুই কর্মী এলসি সুপ্রিয়া গড়াই, এলসি শোভা সিং এবং SSI বিকে মিশ্রর এই কাজের ভূয়শী প্রশংসা করেছে রেল কর্তৃপক্ষ এবং রেলওয়ে কর্তৃপক্ষের তরফে ওই ব্যক্তিকে বাঁচানোর সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।