শারীরিক সুস্থতার জন্য নিয়মিত সাইকেল চালান, দূষণ মুক্ত পরিবেশ বজায় রাখতে সাইকেল চালান। মূলত এই বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ৩০০ কিমি সাইকেল যাত্রা করলেন এক চিকিৎসক সহ দুজন
#পশ্চিম মেদিনীপুর- শারীরিক সুস্থতার জন্য নিয়মিত সাইকেল চালান, দূষণ মুক্ত পরিবেশ বজায় রাখতে সাইকেল চালান। মূলত এই বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ৩০০ কিমি সাইকেল যাত্রা করলেন এক চিকিৎসক সহ দুজন। এদিন দুপুরে সেই সাইকেল যাত্রীরা ৬ নং জাতীয় সড়কের বসন্তপুরের একটি ধাবাতে খাওয়ার জন্য দাঁড়ায়। সাইকেল যাত্রায় অংশগ্রহনকারী ডাঃ বিক্রম সিং রাঠোর জানান, এদিন ভোর ৬ টায় তারা কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে সাইকেল যাত্রা শুরু করেন এবং ৩০০ কিমি সাইকেল যাত্রা অতিক্রম করে এদিনই রাত্রি ১২ টায় তাদের সেন্ট্রাল পার্কে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।