TRENDING:

West Medinipur News: ওদের শৈশব যেন হারিয়ে না যায়, সেই লক্ষ্যে দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের ১১ টাকায় টিউশন দেওয়ার অভিনব উদ্যোগ  

Last Updated:

শিক্ষা শুধু অধিকার নয় অঙ্গীকারও বটে। আগামী দিনে ১১ টাকার টিউশন যথাসম্ভব চলবে, পিছিয়ে পড়া ছেলেমেয়েদের লেখাপড়ার ইচ্ছে ও অধিকার বজায় রাখতে 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: বিগত দুবছর ধরে করোনা মহামারীর প্রভাবে মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। নানা মানুষ তাদের রুজি রোজগার হারিয়েছে।এই ভাবেই বয়ে গেছে অনেকটা সময়। যেখানে দিনে দু-বেলা খাবার জোটানোই দায়, সেখানে পড়াশুনো যেন একপ্রকার বিলাসিতাই বটে। পিছিয়ে পড়া শ্রেণির ছেলে মেয়েরা বর্তমানে এক বৃহত্তম সমস্যার সম্মুখীন হচ্ছে। যেখানে চতুর্থ, পঞ্চম শ্রেণির বাচ্চারা অক্ষর ভুলে যাচ্ছে, রিডিং পড়া তো দূরের কথা। সপ্তম, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে করতে ছেলে মেয়েদের পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে, বা স্কুল ছেড়ে বাবার সাথে সংসারের জন্য আয় করতে বেরোতে হচ্ছে। টিউশন ফি না দিতে পারায় ওরা পড়বে না, সে হয় না। ওদের শৈশব যেনো হারিয়ে না যায়, সেই লক্ষ্যে Dr Ambedkar Society র উদ্যোগে শুরু করা হয়েছে ১১ টাকার টিউশন। মেদিনীপুর শহর থেকে প্রায় তিন/চার কিলোমিটার দুরে ঈশ্বরপুর খয়েরুল্লা গোলাপীচক এলাকায় এই টিউশন পড়ানোর ব্যবস্থা করেছেন সোসাইটির সদস্য সদস্যারা। এই উদ্যোগে যেমন সামিল হয়েছেন বেশকিছু শিক্ষক শিক্ষিকা, তেমনই সামিল হয়েছেন বেশকিছু কলেজ পড়ুয়ারাও।
advertisement

কারণ তারা মনে করেন, শিক্ষা শুধু অধিকার নয় অঙ্গীকারও বটে। আগামী দিনে ১১ টাকার টিউশন যথাসম্ভব চলবে, পিছিয়ে পড়া ছেলেমেয়েদের লেখাপড়ার ইচ্ছে ও অধিকার বজায় রাখতে সাহায্য করবে। সংগঠনের পক্ষ থেকে পঞ্চম শ্রেণি থেকে কম্পিটিটিভ পরীক্ষার বই বা সহায়িকা দিয়ে সাহায্য করার সাথে সাথে দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আগামীদিনে সাহায্য করবে বলেও জানানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ওদের শৈশব যেন হারিয়ে না যায়, সেই লক্ষ্যে দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের ১১ টাকায় টিউশন দেওয়ার অভিনব উদ্যোগ  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল