অপরদিকে, পশ্চিম মেদিনীপুরে ইলেকট্রিক ট্রান্সফরমার শাটডাউন করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দাঁতন থানার গণপাদা এলাকায়। মৃত যুবকের নাম সত্যব্রত সামন্ত। বয়স মাত্র ৩৪। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ধানের জমিতে মিনি ডিপ টিউবওয়েলের ইলেকট্রিক কানেকশন ঠিক করার জন্য, ১১ হাজারের বিদ্যুতের ট্রান্সফরমার শাটডাউন করতে যান সত্যব্রত। সেখানেই তড়িদাহত হন তিনি! তাঁকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ট্রান্সফরমারগুলি ঠিকঠাক ভাবে যত্ন নেওয়া হয় না। এদিনও, ওই ট্রান্সফরমার একচান্সে শাটডাউন না হয়ে, তা থেকে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।
advertisement