এবারের পুরসভা নির্বাচনে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। তাই সেই সব ভোটারদের কৃতজ্ঞতা জানাই। আগামী ২ রা মার্চেই বিরোধীরা জানতে পেরে যাবে, মানুষ উন্নয়নের পক্ষে ছিল আর বর্তমানেও আছে। এদিন সকালে নিমতলা এলাকায় প্রায় আধ ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। প্রসঙ্গত, সোমবার সকালে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা দেখতে পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগানো ফেস্টুনের মাঝখানে ছেঁড়া অবস্থায় রাস্তার পাশে একটি থামে ঝুলে রয়েছে। এরপরই তারা শহর তৃণমূল নেতৃত্বদের জানালে তারা ঘটনার প্রতিবাদ জানানোর নির্দেশ দেন।
advertisement
Location :
First Published :
February 28, 2022 9:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদে মেদিনীপুর শহরে পথ অবরোধ বিক্ষোভ তৃণমূলের