অন্যদিকে তৃণমূলের প্রবীন প্রার্থী আশিষ চক্রবর্ত্তীকে ২১ নং ওয়ার্ডে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সাইফুল হোসেন। ১৪ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন নির্দল প্রার্থী অর্পিতা রায় নায়েক। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা শহর জুড়ে ছোট ছোট মিছিল করে। ফলাফল ঘোষণার পর মেদিনীপুর ফেডারেশন হলে এক সাংবাদিক বৈঠক করেন মেদিনীপুর পুরসভা নির্বাচনের কো অর্ডিনেটর অজিত মাইতি এবং বিধায়ক জুন মালিয়া। তৃণমূলের হাতে মেদিনীপুর পুরসভার দায়িত্ব তুলে দেওয়ার জন্য ২৫ টি ওয়ার্ডের মানুষদের ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁরা। পরে বিজয়ী তৃণমূল প্রার্থীরা নিজ নিজ এলাকায় বিজয় মিছিল বের করে ভোটারদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
advertisement
Location :
First Published :
Mar 02, 2022 8:47 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Municipality Election : একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মেদিনীপুর পুরসভা দখল করল তৃণমূল, খাতা খুলতে পারলো না বিজেপি