এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা তৃণমূল আহ্বায়ক দিনেন রায়, শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ অন্যান্যরা। সুজয় বাবু বলেন, গত বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর বিধানসভায় তৃণমূল পিছিয়ে ছিল। তাই রাজ্য নেতৃত্বের নির্দেশে এবার জেলা তৃণমূল নেতৃত্ব খড়গপুর পৌর নির্বাচনে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনের প্রাক্কালে কাজ করেছে। আর নির্বাচনের পূর্বের সেই প্রচারের নিরিখে বলা যায়, যে মানুষ যেভাবে স্বতস্ফূর্ত ভোট দিয়েছে, তৃণমূলের ৮০ শতাংশ আসন পাবে। এখন শুধু সময়ের অপেক্ষা, খড়গপুরবাসীকে তাই আগাম ধন্যবাদ জানায় জেলা তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি দলীয় কর্মীদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তৃণমূল নির্বাচনে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর জন্য।
advertisement
Location :
First Published :
March 01, 2022 9:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: খড়্গপুরে প্রথম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পৌরসভা গঠন করতে চলেছে তৃণমূল