মেদিনীপুর: মেদিনীপুর আর্ট একাডেমির উদ্যোগে রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের খোলা মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে মেদিনীপুর আর্ট এন্ড ফুড ফেস্টিভ্যাল ২০২২ এর উদ্বোধন করা হল। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই আর্ট এন্ড ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক জুন মালিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক সৌমেন খান, সমাজসেবী গোপাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ফেস্টিভ্যালের উদ্যোক্তা মেদিনীপুর আর্ট একাডেমির কর্নধার রাজিব দাস জানায়, এই ফেস্টিভ্যালে এরাজ্যের বিভিন্ন জেলা যেমন হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম সহ উত্তরবঙ্গের জেলা গুলি থেকে নামি দামি শিল্পীদের চিত্র প্রদর্শন করা হয়েছিল, তেমনই ভিন রাজ্য উত্তরাখন্ড, ছত্রিশগড়, আলীগড়, বিহারের শিল্পীদেরও চিত্র ছিল। এই ফেস্টিভ্যালে মোট ৫৫০ চিত্র প্রদর্শিত হয়েছিল। এরমধ্যে শিশুদের প্রায় সাড়ে ৩শো চিত্র ছিল। পাশাপাশি প্রায় ৫৫ টি বিভিন্ন ফুডের স্টল এসেছিল তাদের বিভিন্ন রেসিপি নিয়ে। পাশাপাশি ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। ফেস্টিভ্যালের শেষ দিনে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্র শিল্পী সমীর আইচ। এই ফেসিভ্যালের মাধ্যমে একদিকে যেমন মেদিনীপুর জেলার শিল্পীদের প্রতিভার বিকাশ ঘটানো যাবে তেমনই খাদ্যরসিক বাঙালি এই ফেস্টিভ্যালে এসে নিত্য নতুন রেসিপির স্বাদ উপভোগ করতে পারবেন। উদ্যোক্তা রাজিব দাস জানান, এই ফুড আর্ট ফেস্টিভ্যালে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। বিশেষত যে সমস্ত কন্টেপরারি চিত্র এই ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল, তা মানুষের নজর কেড়েছিল অনেকেই সেই সব চিত্র কেনার আগ্রহ দেখিয়ে ছিলেন, কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকের অভাবে সেসব আগ্রহী মানুষদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আগামী দিনে এই ফেস্টিভ্যাল আরো বড়ো আকারে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।