#পশ্চিম মেদিনীপুর- বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেদিনীপুর পৌরসভার বাকি ১৪ জন তৃণমূল প্রার্থী পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন। প্রসঙ্গত, মেদিনীপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা আগেই হয়েছিল, বাকি ছিল শুধুমাত্র পনেরো নম্বর ওয়ার্ডটি, বুধবার সেই ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল বিশুই। তৃণমূলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, দলের পশ্চিম মেদিনীপুর জেলার চেয়ারম্যান দিনেন রায়, তৃণমূলের রাজ্য কমিটির সদস্য প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।